বামে টিম ইউনাইটেড এর জনাব আমিনুল হাকিম (আম্বার আইটি) ও দি এ টিম এর মোঃ আসাদুজ্জামান সুজন
বাংলাদেশের আই এস পি প্রতিষ্ঠান গুলোর বড় সংগঠন ISPAB এর দ্বিবার্ষিক 2019-2021 ২৬ শে অক্টোবার-২০১৯ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে টিম ইউনাইটেড ও The a Team এর যথাক্রমে আমিনুল হাকিম প্রগতি ও আসাদুজ্জামান সুজন এর পুর্ন প্যানেল নিয়ে জয় লাভ করেন
টিম ইউনাইটেড এর সদস্যরা হলেন আমিনুল হাকিম (আম্বার আইটি ভোট-৯৫), মোঃ ইমদাদুল হক (অপটিমাক্স ভোট-১০১), আহমেদ জুনায়েদ (নেক্সট অনলাইন ভোট-৯১), মঈন উদ্দিন আহমেদ (মেটরো নেট ভোট-৮৬), নাজমুল করিম ভুঁইয়া (কে এস নেটওয়ার্ক ভোট-৮৪), এফ এম রাশেদ আমিন (লিংক থ্রি ভোট-৮১), মোঃ সারোয়ার আলম সিকদার (বিটিএস ভোট-৭৮), মোঃ আনোয়ারুল আজিম(চিটাগং টেলিকম ভোট-৭৭), ও কামাল হোসেন (রেস অনলাইন ভোট-৭৬) মোট ৯ টি পদে টিম ইউনাইটেড পুর্ন প্যানেলে জয় লাভ করেন।
পরাজিত টিম ক্যাটালিস্ট এর সাইফুল ইসলাম সিদ্দিকি-৪১, আজহারুল হক-৩১, জোবায়ের আল মাহমুদ হোসেন-২৬ এস এম জুলফিকার হায়দার-২৫, মোঃ রুহুল আমিন সরকার-২৪, মিঃ কামরুল আলম শামিম -২৩, মনিরুজ্জামান মনির-১৭ ও শরিফুল ইস্লাম-১৬ ভোট পেয়ে পরাজিত হন।
সহযোগী সদস্যদের মধ্যে The A Team এর সদস্যরা হলেন, মোঃ আসাদুজ্জামান সুজন (এশিয়ান সিটি অনলাইন বিডি লিঃ ভোট-১৮১), মোঃ নাছির উদ্দিন (স্পিড টেক অনলাইন ভোট-১৭৪), মোঃ অহিদুল্লাহ ভুঁইয়া (দি উইনার আইটি ভোট-১৫৫) ও রাইসুল ইসলাম তুহিন (তুহিন এন্টারপ্রাইজ ভোট-১৮২ মোট ৪ টি পদে পুর্ন প্যানেলে জয় লাভ করেন।
পরাজিত ক্যাটাগরি ঐক্য পরিষদ এর প্রার্থী ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন-১৪১, মোঃ আনোয়ার হসেন-১৩৩, মোঃ আনোয়ার আহ্মেদ-১২৩ ও মোঃ আনিসুজ্জামান খান-১০৭ ভোট পান।
এ নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পান নারায়ণগঞ্জ আরাইহাজার এর এমপি জনাব নজরুল ইসলাম বাবু।
উল্লেখ্য অনেক চড়াই উৎরাই পেরিয়ে অনেক বাধা পেরিয়ে অবশেষে ISPAB এর নির্বাচন শেষ করতে সম্ভব হয় একমাত্র হাকিম-ইমদাদ কমিটির সর্বাত্মক সহযগিতায়। কারন এর আগে রুবেল নামে এক ভোটার এর সামান্য ত্রুটির অযুহাতে ৬ই জুলাই-২০১৯ নির্বাচন স্থগিত করা হয়।
বিজয়ের পর আমিনুল হাকিম সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ এবং পরাজিত দলের সকল সদস্যদের নিয়ে ও সকল পর্যায়ের ISP দের সাথে কাধে কাধ মিলিয়ে চলার আশ্বাস দেন। এবং তাদের ২৭ তারিখ থেকেই কাজে নেমে পরবেন বলে ঘোষণা দেন।