Sunday, January 19, 2025
Homeপ্রযুক্তি ও বিজ্ঞানISPAB নির্বাচনে The A Team এর বিরামহীন প্রচারনা।

ISPAB নির্বাচনে The A Team এর বিরামহীন প্রচারনা।

The A Team এর সাথে নারায়ণগঞ্জ জেলার সকল ISPAB এর ভোটারদের সাথে মতবিনিময়

বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আইটি সংগঠন Internet Service Provider association of Bangladesh (ISPAB) এর নির্বাচন উপলক্ষে সকল প্যানেল থেকেই দাবড়িয়ে বেড়াচ্ছে ভোটা্দের দ্বারে দ্বারে। এ নির্বাচন ISPAB এর নির্বাচন ইতিহাসে একটি গুরুত্ব পুর্ন ও বৃহৎ নির্বাচন। ২৬ অক্টোবার ২০১৯ তারিখের এ নির্বাচনের গুরুত্ব এ জন্য যে বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও BTRC এর নির্দেশনায় ISP দের একটাই সংগঠন থাকবে তা হল ISPAB. অন্যান্ন স্থানীয় ভাবে যে সকল ISP সংগঠন আছে তারা তাদের মত করে সামাজিক ভাবে ঐক্য ভিত্তিতে চালিয়ে যাচ্ছে।

তার ধারাবাহিকতায় আজ The A Team সদস্যগন সফর করেন ভোট ব্যাংক ক্ষ্যাত নারায়ণগঞ্জ শহরে। তারা দুপুরে এসে পৌছলে তাদের সাদরে গ্রহন করেন ফতুল্লাহ থানা আই এস পি সোসাইটি ও নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতি। নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যাবসায়ী সমিতির সভাপতি জনাব গোলাম মোস্তফার (আলফা ব্রডওয়ে) সঞ্চালনায় তাদের সাথে মত বিনিময় হয় এবং বেশ কিছু বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখেন স্থানীয় ভোটার ও ব্যবসায়ীগণ

সেখানে ফতুল্লা থানা আইএসপি সোসাইটির সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান (প্রগতি আইটি) সবার পক্ষ নিয়ে কিছু দাবী ও আবদার নিয়ে কথা বলেন। নারায়ণগঞ্জ শহরে একটি BDIX পপ, IIG থেকে সরাসরি ইন্টারনেট সেবা, NTTN সুবিধাসহ ব্যান্ডউইডথ ঢাকার সমমুল্য নির্ধারন, ভ্যাট ৫% বহাল রাখা সকল ইন্টারনেট এর ক্ষেত্রে, BTRC কমিউনিকেশন সেল গঠন, অবৈধ সেবাদাতাদের নিয়মের মধ্যে আনা সহ বেশ কিছু দাবী উত্থাপন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জনাব এম কে হাসান বিপু লোকাল ও নেশনওয়াইড দের মধ্যে বৈষম্য দুরিকরন নিয়ে জোড় দাবী জানান। আরও বক্তব্য রাখেন জনাব তারিক হাসান, রোমান আহমেদ, মাহমুদুল হাসান আরিফ, এবিএম সাজ্জাদ সহ আরও অনেক ভোটারগণ।

The A Team এর প্রার্থিগন মনোযোগ দিয়ে সবার কথা শুনেন এবং সর্ব শেষে টিম লিডার জনাব আসাদুজ্জামান সুজন বিষয়গুলো এক এক করে উত্তর দেন এবং তিনি নির্বাচিত হলে ইসি কমিটিতে তিনি নারায়ণগঞ্জ এর কথা গুলো তুলবেন এবং বিষয়গুলো গুরুত্ব পুর্ন বিধায় তিনি বাস্তবায়নে তার চেষ্টা অব্যহত থাকবে বলে আসস্ত করেন। এ সময় আরও বক্তব্য রাখেন The A Team এর বাকী প্রার্থীগন মোঃ নাছির উদ্দিন, অহিদ উল্লাহ স্বপন, রাইসুল ইসলাম তুহিন এবং তাদের সহযোগিতা করেন মাজেদা নেটওয়ার্ক এর জনাব নিয়ামুল সাহেব।

আমাদের স্থানীয় প্রতিনিধি ভোটারদের সাথে কথা বলে ধারনা পান সকল ভোটারদের The A Team এর প্রতি পুর্ন সমর্থন রয়েছে।

এ নির্বাচনে সাধারন মেম্বারদের পক্ষ থেকে ৯ জন সদস্য ও এসোসিয়েট মেম্বার থেকে ৪ জন সদস্য নির্বাচিত হবেন। সাধারন মেম্বারদের মধ্যে রয়েছে টিম ইউনাইটেড এবং টিম ক্যাটালিস্ট। এসোসিয়েট মেম্বার দের পক্ষ থেকে আছে দি এ টিম এবং ক্যাটাগরি ঐক্য পরিষদ।

সাধারন মেম্বার গ্রুপ থেকে টিম ইউনাইটেড এর নেতৃত্য দিচ্ছেন বিশিষ্ট আইটিবিদ ও ISPAB এর সফল সভাপতি জনাব মোঃ আমিনুল হাকিম (সিইও আম্বার আইটি) ও মোঃ এমদাদুল হক (অপটিমাক্স) এবং টিম ক্যাটালিস্ট এর নেতৃত্ব দিচ্ছেন জনাব আজহার চৌধুরী (সিইও ব্র্যাক নেট) ও জনাব সাইফুল ইসলাম সিদ্দিক (এমডি, আইসিসি কমিউনিকেশন)। এসোসিয়েট সদস্যদের দি এ টিম এর নেতৃত্ব দিচ্ছেন ISP বান্ধব নেতা জনাব আসাদুজ্জামান সুজন (এশিয়ান সিটি অনলাইন বিডি ) ও মোঃ নাছির উদ্দিন (স্পিড টে্ক অনলাইন) এবং ক্যাটাগরি ঐক্য পরিষদ থেকে জনাব আনোয়ার হোসেন আনু (সান অনলাইন ) ও ফুয়াদ মোঃ শরফুদ্দিন (ফিসা কমিউনিকেশন)

এ নির্বাচনের দায়িত্বে আছেন নারায়ণগঞ্জ এর জাতীয় সংসদের আরাই হাজার থানা এমপি জনাব নজরুল ইসলাম বাবু। উল্লেখ্য গত ৬ই জুলাই-২০১৯ আমেজ পুর্ন পরিবেশে নির্বাচনের কথা থাকলেও ভোটার তালিকায় ত্রুটিগত কারনে নির্বাচনের দুদিন আগেই তা স্থগিত করা ও পুনরায় তফসিল ঘোষণা করা হয়। এবং বর্তমানেও কিছু রদবদল দেখা গেছে প্রার্থীতায়। ক্যাটাগরি ঐক্য পরিষদ থেকে জনাব আনোয়ার হোসেন আনু (সান অনলাইন ) প্রার্থী হয়েছেন জিনি এর আগেও নারায়ণগঞ্জে এক ইফতার পার্টিতে The a Team এর পক্ষে জোরালো বক্তব্য রাখতে দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments