Sunday, January 19, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমালিপি ওসমানের নারায়ণগঞ্জে ঈদ মেলা উদ্ভোদন

লিপি ওসমানের নারায়ণগঞ্জে ঈদ মেলা উদ্ভোদন

নারায়ণগঞ্জ এর প্রানকেন্দ্রের চাষাড়া গ্রান্ড হলে চতুর্থ তলায় ঈদ মেলা ২০১৯ এর উদ্ভোদন করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সুনামধন্য সাংসদ জনাব এ কে এম শামীম ওসমান এর সহধর্মিণী মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান।

প্রধান অতিথি লিপি ওসমান মেলায় আসেন বিকাল চার ঘটিকায়। অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করেন আয়োজক নারায়নগঞ্জ এর নারী উদ্দোগতা দের বড় অনলাইন গ্রুপ গার্লস অব নারায়ণগঞ্জ এর এডমিন প্যানেল এর রুবাইয়া জুলকার খান, তানমন তাজরিন, সুরাইয়া জেনি, সাদিয়া জাহান চেরি, তাসনিন আক্তার আশা ও অন্যান্য সদস্য বৃন্দ।

অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করেন এবং প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্ভোদন ঘোষণা করেন। লিপি ওসমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর এ শহরের ও জেলার মেয়েরা এগিয়ে যাওয়ার কামনাই করি। তিনি নারীদের উদ্দোগে এত বড় মেলার আয়োজনকে সাধুবাদ ও সাফল্য কামনা করেন।

প্রগতি বাজার (একটি অনলাইন সপ)

তিনি কিছু সময় মেলার বেশকিছু স্টল ঘুরে দেখেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি নারায়ণগঞ্জ এর নারীদের অন্যতম অনলাইন সপ প্রগতি বাজার এর স্টলে দাঁড়িয়ে প্রগতি বাজার এর পন্য ও প্রসাধনী সামগ্রীর প্রসংশা করেন। প্রধান অতিথির সাথে উপহার বিনিময় করেন প্রগতি বাজারের এডমিন মাফরোজা আক্তার আইভি।

মেলায় রয়েছে প্রগতি বাজারের প্রসাধনী সামগ্রীর বিসাল কালেকশন সহ বাচ্চাদের মনমুগ্ধকর খেলনা। রয়েছে অন্যান্য অনলাইন সপের দেশি বিদেশি পোশাক সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ খাবার ও বিনোদনের রয়েছে বিশাল পরিসরের আয়োজোন। মেলার বিশেষ আকর্ষণ গ্রাম বাংলার বাদর খেলা ও নাচ গানের বিশাল আয়োজন। মেলা চলবে ২৯-৩০ শে এপ্রিল ২০১৯।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments