Sunday, January 19, 2025
HomeBusinessILO এবং WRC এর দুইদিন ব্যাপি দরকষাকষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ILO এবং WRC এর দুইদিন ব্যাপি দরকষাকষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ILO এবং WRC এর যৌথ উদ্যোগে কারিতাস সেমিনার হল, মালিবাগ, ঢাকা, অনুষ্ঠিত ১৩-১৪ ডিসেম্বর ২০২৪ দুইদিন ব্যাপি যৌথ দরকষাকষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশের সনামধন্য ফেডারেশন বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে নেতারা অংশ নেন ১৩-১৪ অনুষ্ঠিত যৌথ দরকষাকষি বিষয়ক কর্মশালায়।

উক্ত কর্মশালার উদ্ভোদন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা BLF এর সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর। সুচনা বক্তব্যে আবু জাফর বলেন দেশে দক্ষ শ্রমিক নেতার যে চাহিদা তৈরি হচ্ছে তার জন্য এমন কর্মশালার বিকল্প নাই।

সর্ব বামে মারুফ হোসেন, সিফাত চৌধুরী, বসা সাকিল আক্তার চৌধুরী, কনা ও সেলিনা শেলী।

সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী স্বাগত বক্তব্যে সবার উপস্তিতির প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের নিরস্র বুদ্ধিজীবীদের হত্যায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় সবাইকে নিয়ে দারিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। তিনি নিজে ১৪ তারিখ সারাদিন প্রশিক্ষণের সময় অংশগ্রহণকারি ও প্রশিক্ষকদের তদারকি করেন।কিভাবে প্রতিপক্ষ বিশেষ করে মালিক পক্ষের সাথে যৌথ দরকষাকষি করতে হয়। আচার আচরন ছার দেয়ার মানষিকতা। যৌথ দরকষাকষির ফলাফল লিখিত লিপিবদ্ধ করার উপর জোর দেন।

শাকিল আক্তার চৌধুরী এবং শাহজাহান প্রধান

যৌথ দরকষাকষি বিষয়ক কর্মশালায় মালিক শ্রমিক যৌথ দরকষাকষির মক চরিত্রাভিনয় করা হয় যা সবার জন্য বাস্তব জীবনে অভিজ্ঞতা আসবে বলে অংগ্রহনকারিরা আশা প্রকাশ করেন।

কর্মশালায় ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রমিক নেতা মারুফ হোসেন, সেলিনা শেলী, শিক্ষা-বিষয়ক সম্পাদক, সিফাত চৌধুরী, সানজিদা কনা অতিথি নেত্রীবৃন্দ ছিলেন মুক্ত স্বাধীন শ্রমিক ফেডারেশনের শহিদুল্লা বাদল, বিওটিসির পুলক রঞ্জন, বাংলাদেশ লেবার ফেডারেশনের উইমেনস কমিটির ফাতিমা আক্তার সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments