আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আশুলিয়ায় ব্লাস্ট-এর লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত
সাভার আশুলিয়া নিশ্চিন্তপুর (তাজরীন ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন) বাঁশতলা মাঠ প্রাঙ্গণে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত শুক্রবার (১৩ ডিসেম্বর’২৪) সজাগ কোয়ালিশনের পক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) পিজিজে প্রকল্পের আয়োজনে দিনব্যাপী একটি লিগ্যাল এইড ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে।
এলাকায় বসবাসকারী দরিদ্র ও অসহায় জনসাধারণ, বিশেষ করে শ্রমিকদের মধ্যে আইনি প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান, আইন সহায়তার জন্য আবেদন গ্রহনসহ বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে ‘লিগ্যাল এইড ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ব্লাস্টের প্রতিনিধি, প্যানেল এর ব্লাস্ট ইকোনমিক জাস্টিস ক্লাস্টারের সিনিয়র আউটরিচ অফিসার মো. আমানুল্লাহ, এসোসিয়েট আউটরিচ অফিসার হাবিবা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমানুল্লা বলেন আইন সবার জন্য যেমন সমান তেমনি আইন পাওয়ার ক্ষেত্রেও অধিকার সমান। ধনী গরিবের মধ্যে আইনি সহায়তা কোন পার্থক্য করে না। বক্তারা বলেন আসুন বিনা মুল্যে আইনি পরামর্শ নিন এবং নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানুন।
উল্লেখ্য BLAS ১৯৯৩ সাল থেকে বাংলাদেশে প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে কাজ করে আসছে। আইনি সহায়তা জমা জমি, নিজে প্রয়োজন, শ্রমিক সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে আসছে। ইতি মধ্যে তারা শ্রমিক অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে যা এন্ড্রয়েড এর গোগল প্লে ষ্টোর থেকে অনায়াসেই ডাউনলোড করে আপনার শ্রম আইন, শ্রমিকের অধিকার, বেতনাদি ইত্যাদি সকল বিষয় নিয়েই জানতে সচেতন হতে এবং আইনি পরামর্শ পেতে টোল ফ্রি নাম্বার এ কল করতে পারবেন।