Wednesday, April 16, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাডিশ বাবু পুত্র রিগেনের জামিন লাভ

ডিশ বাবু পুত্র রিগেনের জামিন লাভ

৩১ শে অক্টোবার-২০১৯ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে ব্যতিক্রমি ও নাটকীয় এক ঘটনার মধ্য দিয়ে সকাল ১১ টায় জামিন লাভ করেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামি রিগেন। মামলার বাদী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুম।

৩১শে অক্টোবার বৃহস্পতিবার জেল হাজতে রিগেনের জামিনের শুনানির দিন ধার্য থাকলেও প্রত্যক্ষদর্শীরা জানান শুনানির এক পর্যায়ে কাঠঘরা থেকে নেমে বাদী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুম এর পায়ে ধরে ক্ষমা চান এবং এর প্রেক্ষিতে আদালতে কোন আপত্তি না করায় রিগেনের জামিন মঞ্জুর করা হয়।

উল্লেখ্য ১৪ই অক্টোবার জেলা প্রশাসনের এক সভায় ১৭ নং ওয়ার্ড কমিশনার আব্দুল করিম বাবুর একটি স্কুলের সভাপতির পদ নিয়ে বিরোধিতা করে। এর পরই বাবুর ছেলে রিগেন তার ফেসবুক স্ট্যাটাস এ বাদী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুম কে নিয়ে মান হানিকর আপত্তিকর ও হুমকি সুলভ বাক্য ব্যবহার করেন। ১৫ই অক্টোবার মাহবুব ডিজিটাল আইনে বাদী হয়ে একটি মামলা করেন।ঐদিন রাতেই বাবু পুত্র এম আর কে রিগেন কে গ্রেফতার করে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments