Sunday, January 19, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাওসমান পরিবারে নতুন মুখের আগমন

ওসমান পরিবারে নতুন মুখের আগমন

নারায়ণগঞ্জের প্রভাবশালী এবং ৩ বারের নির্বাচিত সাংসদ জনাব এ কে এম শামীম ওসমান এর একমাত্র পুত্র অয়ন ওসমান ও তার স্ত্রীর কোল জুরে এসেছেন আরেক ওসমান।

অয়ন ওসমান ও অন্নান্ন সদস্যরা।

আজ দুপুর প্রায় ৩ ঘটিকায় রাশমি ওসমান উপহার দেন এক পুত্র সন্তান। খবর পেয়ে জনাব এ কে এম শামীম ওসমান ছুটে যান ঢাকার এপোলো হাসপাতালে। নাতী পেয়ে সাংসদ হাসিমুখে দুষ্টামিও করেন নতুন অতিথির সাথে। যদিও সাংসদ তার কিছুদিন আগে এক জনসভায় তার নতুন এই অতিথির কথা উল্লেখ করে সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য ২০১৭ সালে সাংসদ পুত্র অয়ন ওসমান এর সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় গুলশান সিনেমা হলের মালিক ও রাজনিতিক জনাব ফয়েজউদ্দিন লাভলুর মেয়ে ইরফানা আহমেদ রাশমির। প্রায় ২ বছর পর তাদের ঘর আলোকিত করল তাদের উত্তরসূরি। ওসমান পরিবারের এই নবজাতক শিশুর জন্য ওসমান পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments