Sunday, January 19, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাবৃহৎ ইসদাইরে এমপি পুত্র অয়ন ওসমান এর উদ্যোগে মশক নিধন কর্মসূচী

বৃহৎ ইসদাইরে এমপি পুত্র অয়ন ওসমান এর উদ্যোগে মশক নিধন কর্মসূচী

বাংলাদেশে যে হারে ডেঙ্গু মশার উপদ্রপ বেড়ে গিয়েছিল তার পরিমান উপলব্ধি করে অনেকেই ধরে নিয়েছিলেন দেশ এক দুর্যোগ এর মধ্য দিয়ে পার করবে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার ও সাধারন জনগণ ঐক্যবদ্ধ্য ভাবে মোকাবেলা করে তার ভয়বহতা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছেন।

সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের বিশিষ্ট ব্যক্তিগণ এগিয়ে এসেছেন। তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ জনাব এ কে এম শামীম ওসমান এর পুত্র অয়ন ওসমান। তিনি ঢাকাসহ বিভিন্ন জেলার ভয়াবহতা উপলব্ধি করতে পেরে নিজ জেলা নারায়ণগঞ্জ এর ডেঙ্গু সহ ক্ষতিকারক মশক নিধনে নিয়েছেন নানা রকম পদক্ষেপ। তারই ধারাবাইকতায় তিনি সিদ্ধিরগঞ্জ ফতুল্লাহ ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে নিজ খরছে ক্ষতিকারক লার্ভা যুক্ত মশক নিধনে ঔষধ ছিটিয়ে নিয়ন্ত্রন অভ্যাহত রেখেন।

আর এ ক্ষেত্রে অয়ন ওসমান এর প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলার সর্বস্তর থেকে তা সহযোগিতা করেছেন। গতকালও বৃহত্তর ইসদাইর জনাব অয়ন ওসমান এর উদ্যোগে মশক নিধন কর্মসূচী পালন করে ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলার নেতা সহ ইসদাইর এর ছাত্রলীগ নেতা কর্মিরা।

জনাব অয়ন ওসমান এর ব্যক্তিগত উদ্যোগে ইসদাইর এলাকার ইসদাইর বাজার,মধ্য ইসদাইর, ইসদাইর বটতলা,পর্ব ইসদাইর রসূলবাগ,অক্টোঅফিস,উওর মাসদাইর এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ওমর ফারুক ফয়সাল, রিজোয়ান হোসাইন সমন,সাফায়েত হোসেন আসিফ(সহ- সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ) হৃদয় হোসাইন (যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ), রাফসান, পিয়াস,মোর্শেদ,বশির সহ আরো অনেকে।

এ বিষয়ে এলাকার গন্য মান্য ব্যক্তিদের সাথে আলাপ করলে তারা মশক নিধন এর কার্যক্রমকে সাধুবাদ ও ভুয়সী প্রসংশা করেন এবং অয়ন ওসমান এর সকল ভাল কাজের সাথে এলাকাবাসীর সমর্থন রয়েছে বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments