গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বাংলেদেশ বাম গণতান্ত্রিক জোট এর পক্ষ থেকে অর্ধ দিবস হরতাল আহবান করা হয়েছে। এ হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও নাগরিক ঐক্য।
বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেন, এ গ্যাসের মূল্য বৃদ্ধি জনগণের উপর শুধু বোঝা চাপিয়ে ক্ষান্ত হয়নি সরকার তাদের মিত্রদের এলএনজি গ্যাসের বানিজ্যিক সুবিধা দিতেই এ উচ্চ মূল্য ধার্য করন।
হরতালের বিষয়ে সরকার তার বিভিন্ন পয়েন্টে বিশৃঙ্খলা এরাতে নিয়মিত পদক্ষেপ এর পাশাপাশি বারতি পুলিশ মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। হরতালের নামে কোন বিশৃঙ্খলা বর্দাস্ত করা হবেনা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে । ঢাকার নিকট বর্তি গুরুত্বপুর্ন জেলা হিসাবে নারায়ণগঞ্জ প্রশাসনেরও ব্যবস্থাপনার কমতি নেই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) জনাব সাজ্জাদ রুমন বলেন হরতাল কে কেন্দ্র করে কাউকে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। কেউ চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।
উল্লেখ্য বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে ২২ দশমিক ৭ শতাংশ। তবে দুই দফায় প্রায় সমহারে এই দাম বৃদ্ধি কার্যকর হবে। এই দাম বাড়ানোর আদেশ দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাসা বাড়ির রান্নার চুলার ১টি ৯২৫ আর ২টির ৯৭৫ টাকা যা গৃহস্থলির জন্য অত্যন্ত ব্যায়বহুল। সাধারন মানুসের মনে বিরুপ প্রতিকৃয়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করছেন।
প্রথম দফায় আগামী ১ মার্চ ও দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়বে। অর্থাৎ, মার্চ মাসের গ্যাসের বিল দিতে হবে বাড়তি দামে। এরপর জুন মাসের বিলে তা আরও এক দফা বাড়বে। গ্যাসের দাম বাড়ানোর ফলে সার, বিদ্যুৎ ও শিল্পে উৎপাদনের ব্যয় বাড়বে, যার ভার শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়েই চাপবে। এ ছাড়া সিএনজির দাম বাড়ালে পরিবহন ভাড়াও বাড়বে। এটিও বহন করতে হবে ভোক্তা ও যাত্রীদের।