Sunday, January 19, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাপালটে গেছে নারায়ণগঞ্জ দিগুবাবু বাজার মূল সড়কের চিত্র

পালটে গেছে নারায়ণগঞ্জ দিগুবাবু বাজার মূল সড়কের চিত্র

নারায়নগঞ্জ এর ঐতিহ্যবাহী বাজার দিগুবাবুর বাজার এর মূল সড়ক এক সময় মিনি বাস ও চলতে দেখা গেছে। সময়ের ফেরে তা হারাতেই বসেছিল। বাজার বর্ধিতাংশে প্রায় মৃত হয়েছিল রাস্তাটি।

বাংলাদেশের অনেক জেলা থেকেই এখানে কাচা, পাকা ও শুকনা পন্য এখানে বেচাকেনা হয়। এখানেই নারায়ণগঞ্জ এর বড় বড় অনুষ্ঠানের বাজার সম্পন্য করা হয়। শ্যামবাজারের পর নারায়ণগঞ্জ এর এ বিশাল পাইকারি বাজার।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অনেক বাজার চেষ্টা করেও এ অবৈধ বাজার উচ্ছেদ করতে পারেন নি। কিন্তু শহরে নতুন পুলিশ সুপার মহোদয় আশার পর থেকে পালটে যায় বিভিন্ন দৃশ্য তার মদ্ধ্যে বঙ্গবন্ধু মূল সড়কের অবৈধ গাড়ি পার্কিং ও দোকান পাট উচ্ছেদ করেন যার ফলশ্রুতিতে আজকে শহরের ৯০ ভাগ যানজট নেই বললেই চলে।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ এর ঐতিহ্যবাহী দিগুবাবুর বাজার এর মূল সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সরে জমিনে দেখা গেছে রাস্তাটি সম্পুর্ন অবৈধ দখলদার মুক্ত। পুলিশের অভিজানের পর সিটি কর্পোরেশন এর সংশ্লিষ্ট বিভাগ এগিয়ে এসে তারাও একত্যতা পোষণ করেছেন।

অবৈধ উচ্ছেদ কালে এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ চেষ্টা করছে শহরে যানজট নিরসনে ও শান্তি শৃঙ্খলা আনয়নে যা যা করা দরকার প্রশাসন সর্বাত্যক সহযোগিতা করবে। জনগণকে আরও নিয়ম শৃঙ্খলার মধ্যে আশার আহবান জানান। ৩০শে জুন নারায়ণগঞ্জ শহিদ মিনারে এক বক্তব্যে জেলা পুলিশ সুপার জনাব হারুন অর রশিদ (বিপিএম) বলেন, আপনারা অপরাধীর পরিচয় ও অবস্থান বলুন এবং তথ্য দিন। আমরা আপনাদের তথ্য গোপন রেখেই অভিজান চালাব। নারায়ণগঞ্জ এ অনেক বাড়ি বা ফ্লাট ক্রয় বিক্রয় হচ্ছে কিন্তু এক শ্রেণী তা লুটে নেয়ার বা কব্জা করে নিতে চাচ্ছে যা বরদাস্ত করা হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments