Sunday, January 19, 2025
Homeজাতীয়নগর জীবনঅতি বৃষ্টিতে ঢাকার উড়ালসেতু অচল

অতি বৃষ্টিতে ঢাকার উড়ালসেতু অচল

রাস্তার ধারণ ক্ষমতার বাইরে যানবাহন। তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মোটরসাইকেল। আজ খিলগাঁও উড়ালসেতুতে এমনটা লক্ষ করা গেছে। অতি বৃষ্টিতে শরীর ভিজে যাওয়ার ভয়ে সবাই উড়ালসেতু মাজপথে ছাউনি পেয়ে একজোট হয়ে থামিয়ে বসে থাকে৷ যার ফলে তীব্র যানযটের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট এক যাত্রী বলেন বাংলাদেশে যে হারে পাল্লা দিয়ে গণ পরিবহনের পরিবর্তে মোটরবাইক সহ প্রাইভেট কার এর বিস্তার লাভ করেছে অচিরেই এই মেঘা সিটি জনগণের পুর্নাং বসবাসের অনুপযোগী হয়ে যাবে।

সবাই দাবী করছেন বাইক চালকদের ভিজে ত্যাগ স্বীকার করে হলেও উড়ালসেতুর থেকে বাহিরে নিরাপদ দুরুত্যে পার্কিং এর অনুরোধ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments