নারায়নগঞ্জ এর প্রখ্যাত যাদু শিল্প প্রতিষ্ঠান হিমি ম্যাজিকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় গনগ্রহন্থাগার। প্রতিষ্ঠান সভাপতি জনাব কবির প্রধান এর সভাপতিত্যে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রধান অথিতি নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান জনাব এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, বিশেষ অথিতি দেশ বিদেশের যাদু শিল্প অনুষ্ঠান মাতান প্রখ্যাত যাদু শিল্পী জনাব উলফত কবির, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি সহ প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক অন্যান্য যাদু প্রদর্শক শিল্পী বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান জনাব এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, আজকাল বিনোদনের মাদ্ধ্যম টিভি খুললেই পাই হত্য, ধর্সন, নারী নির্যাতন সহ নানা অঘটন। আর তাই অনেকেই টিভি দেখতেই ভয় পায় ভাবে সারা দেশেই মনে হয় এই অরাজগতা তার মদ্ধ্যে এই যাদু মানুষকে একটু হলেও প্রশান্তি এনে দিবে একটি সুস্থ বিনোদনের মাধ্যমে। প্রধান অথিতি হিমি ম্যাজিকের সভাপতি যাদু শিল্পী জনাব কবির প্রধান এর ভুয়ষী প্রশংসা করেন এবং তিনি সদা সত্য কথা বলেন বলে তার প্রতি আলাদা একটা ভালবাসা আছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান এর অনেক ছাত্র এবং অথিতি শিল্পীগণ যাদু প্রদর্শন করেন যা সকল দর্শকদের মন জয় করেন। যাদু শিল্পীগণ হলেন, সিনিয়র শিল্পী জনাব উলফত কবির, প্রতিষ্ঠান সভাপতি জনাব কবির প্রধান তিনি কাগজ খেয়ে মুখ থেকে অসংখ ধারাল ব্লেড বের করে দর্শক দের তাক লাগিয়ে দেন, প্রিন্স আনোয়ার, মোঃ খালেক, এস এ প্রিন্স, ফুল মিয়া, প্রবীর পণ্ডিত, শাহজাহান, প্রিন্স আলমগির, বোরহান, উদ্দিন, আলাল হোসেন বাপ্পী, মোঃ আনোয়ার ও আর্নিল হাসান রাব্বি।
অনুষ্ঠান এ আগন্তুক দর্শকবৃন্দ অত্যন্ত আনন্দের সংগে উপভোগ করে মুহুর্মুহু হাত তালিতে হলরুম মাতিয়ে তোলেন।