নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ পুত্র এ কে এম শামীম ওসমান সৈয়দপুর সিকদার বাড়ি এলাকার বাসিন্দা শিশু তাসমিম চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে তাসমিমের নানা নাজির সিকদারের হাতে তাসমিমের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। সেই অর্থ দিয়েই বর্তমানে ভারতের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে চিকিৎসাধীন রয়েছে তাসমিম এর আগেও তাসমিমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছিলেন অয়ন ওসমান।
তাসমিম (১০) টাকার অভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এ খবর অয়ন ওসমান এর নজরে এলে ঠিক তখনই তিনি শিশু তাসমিম এর চিকিৎসার খোজ খবর নেন এবং তার চিকিৎসা বাবদ অনুদান প্রদান করেন।
তাসমিমের পারিবারিক তথ্য মতে শিশু কন্যার চিকিৎসার অর্থ যোগাতে নারায়ণগঞ্জের বিভিন্ন বিত্তবানদের সাথে যোগাযোগ করেন পরিবারের লোকজন । তাসমিয়া আক্তার তাসমিমের মা রেশমা আক্তার কারো কাছ থেকে কোন প্রকার সাহায্য না পেয়ে ভারত থেকেই মোবাইল ফোনে সাংসদ পুত্র অয়ন ওসমানের সাথে যোগাযোগ করলে শিশু তাসমিয়া আক্তার তাসমিমের চিকিৎসার দায়িত্ব নেন এবং টাকা দিয়ে সহযোগীতা করেন।