আজ ১১-০৩-২০১৯ সোমবার সকালে নারায়ণগঞ্জে এক র্যালির মধ্য দিয়ে আনন্দ টিভির পরিবারকে নিয়ে আনন্দ টিভির ১ম বার্ষীকি উদযাপিত হল কেন্দ্রীয় শহিদ মিনার, নারায়ণগঞ্জ। র্যালি শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এক পাশে মঞ্চ করে আলোচনার আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ এর রাজনৈতিক পরিবারের পুত্রবধু ড্যান্ডি মাতা ও সাবেক সফল সাংসদ মরহুম এ কে এম নাছিম ওসমান এর সহধর্মিনি পারভিন ওসমান ও জনাব নাজমুল আলম (সজল) , কাউন্সিলর-১৬ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
এ সময় ইলেক্ট্রনিক, প্রিন্ট ও ইন্টারনেট ভিত্তিক মিডিয়ার অনেক সংবাদ মধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ বক্তৃতায় জনাব নাজমুল আলম বলেন সংবাদ মধ্যমের কাছে অনুরোধ এবং পরামর্শ থাকবে তারা যেন সত্যের সন্ধানে অবিচল থাকেন । অনেক সময় লক্ষ করা গেছে অনেক ভুল তথ্যের কারনে একটি সংবাদ বা প্রতিবেদন অনেক ক্ষতির কারণ হয়ে দাড়ায় । সমাজে বিশৃঙ্খলাও দেখা দেয়। তিনি বলেন নারায়ণগঞ্জ যে কোন সময়ের তুলনায় অনেক সান্ত। তিনি বলেন আমরা আওয়ামীলীগ করি হয়ত একেক জন একেক নেতার নেতৃত্তে কিন্তু আমাদের রাজনীতির গোঁড়া একই বাংলাদেশ আওয়ামীলীগ অনেক সময় ক্ষুদ্র ঘটনাকে বড় করার মানসিকতা থেকে আমাদের সংবাদ কর্মিদের বেড়িয়ে আসতে হবে।
তিনি বলেন অনেক সময় লক্ষ করা গেছে এ শহরে অনেকেই রাজনৈতিক ভাবে বিভিন্ন কর্মসুচির জন্য নিজেকে তৈরি করেন হয়ত কিছু ভুল থেকেও শিক্ষা নেনে। তাই সংবাদ বা মিডিয়া যেন সঠিক তথ্যের উপর তাদের সম্পর্কে নিউজ করলে তা আরো গ্রহণযোগ্যতা বাড়বে বলে তিনি মনে করেন।
জনাব নাজমুল আলম সজল আনন্দ টিভির ১ বছরের সকল প্রকার প্রচারের প্রশংসা করেন এবং ভবিষ্যতের প্রচারের সাফল্য কামনা করেন ।