Sunday, January 19, 2025
Homeজাতীয়ষ্টীল এর ব্যালট বাক্সে ডাকসু নির্বাচনে শঙ্কা

ষ্টীল এর ব্যালট বাক্সে ডাকসু নির্বাচনে শঙ্কা

গতকাল সাত দফা দাবিতে একাত্ম হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র প্রার্থীদের জোটসহ অন্যরা। তাদের পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। সাতটি দাবির মধ্যে আছে সবার ভোটগ্রহণের বাস্তব পরিবেশ তৈরির লক্ষ্যে সময় আরো চার ঘণ্টা বাড়ানো, নির্বাচনকেন্দ্রিক শঙ্কা দূর করতে বুথ ছাড়া সব জায়গায় মিডিয়ার প্রবেশ নিশ্চিত করা, ভোটকেন্দ্রে ভোটারদের যেতে যারা নিরুত্সাহ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি প্রদান

নানা শঙ্কা নিয়েই এগোচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া। কিন্তু স্টিলের অস্বচ্ছ ব্যালট বাক্সকে কেন্দ্র করে শঙ্কা উত্তেজনায় রূপ নিল ভোটের আগের দিন। নানা অশঙ্কা ও সন্দেহ ঘিরেই গতকাল রবিবার ছাত্রলীগ ও ছাত্রদল ছাড়া সব সংগঠনের ও স্বতন্ত্র প্রার্থীরা একাট্টা হন। গতকাল বিকেলে তাঁরা উপাচার্যের কাছে সাত দফা দাবি তুলে ধরে কিছু সময়ের জন্য উত্তপ্ত করে তোলেন রেজিস্ট্রার ভবন প্রাঙ্গণ। কিন্তু উপাচার্যের কাছ থেকে কোনো আশার বাণী না পেয়ে ভোটের মাঠেই জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওই প্রার্থীরা।

তবে উপাচার্য সকল সংগঠনের ছাত্র প্রতিনিধি ও সাধারণ ছাত্রদের আশ্বস্ত করেন যে দীর্ঘ প্রতিক্ষিত ডাকসু নির্বাচন অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্য করবেন বলে আশ্বাস দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments