Sunday, January 19, 2025
Homeজাতীয়ধানের শীষে নির্বাচিত সুলতান সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

ধানের শীষে নির্বাচিত সুলতান সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গত ৭ই মার্চ স্পিকার শিরিন শারমিন এর কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েই সংসদের অধিবেশন এ যোগ দেন। আজ রবিবার এক কন্ঠ ভোটে সুলতান মোহাম্মদ মনসুর এর নাম প্রস্তাব করলে তিনি সবার সম্মতি ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদ লাভ করেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আফছারুল আমীন, কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

জাতীয় সংসদে চিফ হুইপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচিত হন সুলতান মনসুর। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে শপথ নেন তিনি।

সুলতান মনসুর আহমেদ এর জীবন বৃত্তান্ত সংগৃহীত (wikipedia)

সিলেট এম সি কলেজে পড়াকালীন সময়েই সুলতান মনসুর এর রাজনীতি জীবন শুরু হয়। তিনি সেসময় ছাত্রলীগ এর রাজনীতি এর সাথে যুক্ত হন। তবে আশির দশকে সারা বাংলাদেশে ছাত্রলীগ এর নেতৃত্ব এর জন্য পরিচিতি লাভ করেন এই নেতা। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র এমন সভাপতি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এর ভিপি’ও ছিলেন।

পচাত্তর এর কালো অধ্যয় বলে পরিচিত ১৯৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড এর পরে যে কয়জন এর প্রতিবাদে সরব হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন। বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি বাংলাদেশের নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট এর একজন প্রথম সারির সক্রিয় নেতা।

সুলতান মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতিক নিয়ে মউলবিবাজার ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, ৭৯ হাজার ৭শত ৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি একাদশ জাতীয় সংসদের সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments