বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ বিপুর ফেসবুক পেজ (ভেরিফাইড) ও ই-মেইল চুরি হয়েছে। হারানো পেজটি ফিরে পাওয়া গেলেও গতকাল শনিবার পর্যন্ত আইডিটি উদ্ধার করা সম্ভব হয়নি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দীন জানান, প্রতিমন্ত্রীর ই-মেইলটি ইতিমধ্যে পুনরুদ্ধার হয়ে গেছে। এখন ফেসবুক পেজ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ থেকে কোনো স্ট্যাটাস পেলে তা যাচাই ছাড়া গ্রহণ না করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে এ আইডি হ্যাকড হয় বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দীন মিডিয়া কে অবগত করেন।