Sunday, January 19, 2025
Homeজাতীয়অসুস্থ ওবায়দুল কাদের এখন সিংগাপুরের পথে

অসুস্থ ওবায়দুল কাদের এখন সিংগাপুরের পথে

দীর্ঘ সাস্থ যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সরক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে।

এর আগে সিংগাপুর থেকে ৩ সদস্যের একটা টিম আসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ভিসি র সাথে আলোচনা করলে তাকে সিংগাপুরে নেওয়ার মত অবস্থা নেই বলে সিদ্ধান্ত হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জরুরী ভিত্তিতে সিংগাপুর নেয়ার সিদ্ধান্তু হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের কে সুচিকিৎসার জন্য যা যা করা লাগে তার ব্যবস্তা নিতে ডাক্তারদের পরামর্শ দেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা. শেঠি পৌঁছালে তাকে স্বাগত জানান বিএসএমএমইউর প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ। দুপুর দেড়টায় ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে পৌঁছান দেবী শেঠি। অবস্থা পর্যবেক্ষণের পর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে স্থানান্তর করার জন্য এর আগেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকা তার সকল তল্পিতল্পা গুছানো হয়। অর্থাৎ সিঙ্গাপুর নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন ছিল।

এর আগে আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হানিফ সরক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখে বলেন তার অবস্থার উন্নতি হয়েছে। গতকাল হঠাত করে ফজরের নামাজের পর অসুস্থ অনুভব করলে জুরুরি ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি করা হয় এবং তার এনজিওগ্রাম শেষে তাকে ৩ টি রিং পরানোর সিদ্ধান্ত হয় এবং পরানোও হয়। তার পরও তার অবস্থা আশংকাজনক বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসক টিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments