ঢকা শহরের পর নারায়ণগঞ্জ শহর একটি বহু পুরানো শহরের মধ্যে একটি তাই এর নগর পরিকল্পনাও একটু অপরিকল্পিত থাকতেই পারে। এ শহর মুলত অনেক বড় হলেও একটি রাস্তার উপর জেলা শহর এঁর পরিচিতি বেশি তা হল বিবি রোড। এ শহরে রয়েছে ৪ টি ফায়ার স্টেশন তার মধ্যে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ, বন্ধর, এ ই পি জেড।
নারায়ণগঞ্জ ব্যবসায়ীক শহর গুলোর মধ্যে একটি। এখানে রয়েছে নিতাইগঞ্জ এঁর মত বিশাল আরত। কালিরবাজার এ বিশাল কাপরের মার্কেট, রয়েছে সোনা, রুপা কেনা বেচা, বানানো ও মেরামতের মত বৃহত এলাকা। টান বাজারের মত এলাকায় রয়েছে নানা রকম ক্যামিকেল (বিশেষ করে কাপড়ের রঙ প্রকৃয়ায় ব্যবহার্য)
উল্লেখ্য এলাকাগুলোতে ঘুরে দেখা গেছে সেই রাস্তা গুলো খুবই সরু মাত্র একটা রিক্সা আরেকটা রিক্সা অতিক্রম করতেই অনেক সময় বাধার সম্মুখিন হতে হয়। টানবাজার একালাকায় ঘুরে দেখা গেছে সেখানে এত ঘিঞ্চি ও রাস্তার ব্যস্ততা যে কোন কারনে একটি মোটর চালিত গাড়ি বিকল হলেই রাক্ষা পাওয়া মুশকিল। তার মধ্যে রয়েছে পুরাতন ভবন সেগুলির অনেকটাই স্বাধীনের আগে বা তারও আগে স্থাপিত যার মেয়াদ বা পর্যাপ্ত শক্তিশালী নয় বলে প্রতিয়মান হয়।
নিতাইগঞ্জ এলাকায় বি কে রোড সহ কয়েকটি রোডে ঘুরে দেখা যায় অপরিকল্পিত ভাবে যানবাহন মালামাল উঠা নামা করছে যা ঝুকিপুর্ন এবং অনেক সময় দেখা যায় কোন প্রতিষ্ঠান মালামাল উঠানামা করতে যেয়ে রাস্তায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে এ যায়গাটির গুরুত্ব অনেক। কারণ এখানে রয়েছে অসংখ আর্থিক প্রতিষ্ঠান ও অনেক মুল্যবান পন্নের গুদাম যা বাংলাদেশের অনেক জেলাতেই এখান থেকেই সর্বরাহ করা হয়।
বি বি রোডের উকিল পারা, কলেজ রোড এলাকারও একই অহস্থা অনেক ঘিঞ্চি। কোন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে এসব এলাকাগুলোতে সংশ্লিষ্ট বিভাগের সামাল দেয়া হবে অনেক দুরূহ। ঐসব এলাকাতে কিছু লোকের সাথে কথা বললে জানান নগর মাতা, এম পি ও আরও নির্বাচিত প্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিগন যদি এক হয়ে এ বিষয়গুলো নিয়ে জরুরি বিষয় বিবেচনায় বসেন তবে অনেকটাই নিরাপদ রাখা সম্ভব।
নগরবিদদের মতে ঘিঞ্চি পরিবেশ হয়ত একেবারেই নিরাময় সম্ভব নয় তবে ব্যবস্তা রাখা খুবই জরুরী। যেমন অগ্নি নির্বাপক এঁর জন্য মহল্লা ভিত্তিক আলাদা এবং ফায়ার হাইড্রেন এঁর ব্যবস্থা যাতে এলাকার স্থানীয় ভাবে জরুরী মুহুর্তে কাজে লাগাতে পারেন এবং তা রেখে দিলেই হবে না তা সপ্তাহে একদিন হলেও ঠিক আছে কিনা দেখে রাখতে হবে।
উল্লেখ্য ২০শে ফেব্রুয়ারি রাতে ঢাকার চকবাজারের দুর্ঘটনায় প্রায় ১ কিলোমিটার দূরের পুকুর থেকে পানি সংযোগ দেওয়া হয়েছিলো চকবাজারে। মানুষের পায়ের চাপে সেই পানি প্রবাহ বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো।
জিনিষটার নাম ফায়ার হাইড্রেন্ট. সেই ১৮০১ সালে আবিষ্কার হয়েছে। ২১৮ বছরেও এদেশে কোথাও ফায়ার হাইড্রেন্ট লাগানো হয়নি। আমরা কি এটা বা বাজেট ভিত্তিক পানির ব্যবস্তা করে রাখতে পারি?