বাংলাদেশের ক্ষেতি সম্পন্য কবি আল মাহমুদ আর নেই। ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। শহরের ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ১১ টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার প্রথমে তাকে লাইফ সাপোর্ট এ নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে ১৯৩৬ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। মৃত্যু কালে তিনি অসংখ গুণগ্রাহী রেখে জান। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অনেকেই শোক প্রকাশ করেন। তার সাহিত্যের অসংখ অবদান স্বীকার করেন।