নারী উদ্যোগতাদের বসন্ত উৎসব ও মেলা চলছে নারায়ণগঞ্জ এর প্রান কেন্দ্র নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মাঠে। মেলা চলবে ১৩-১৪ই ফেরুয়ারি দুইদিন। মেলায় রয়েছে হরেক রকম স্টল। এগুলোতে রয়েছে নারীদের নিত্যপ্রয়োজনীয় জিনিস। তার মধ্যে রুপ চর্চার সামগ্রী, পোশাক (থ্রি পিছ), ফ্যাশন জুতার বিশাল সমাহার ও খাবার দোকান পিঠা।
মেলায় ঢুকতেই চোখে পরবে পোশাকের বাহারি পসরা সাজিয়ে বসে আছেন তার পরেই রয়েছে অনলাইন জগতের বড় মার্কেট প্লেস প্রগতি বাজার তাদের রয়েছে আকর্সনীয় নতুন নতুন জুয়েলারী কালেকশন্স সাথে বাচ্চাদের খেলনা ও কসমেটিক পন্য, তার পরে রয়েছে কারুশিল্প কাজের সো পিছ সহ আরও নিত্য নতুন অনেক সামগ্রী।
মেলার আয়োজক বলেন আমাদের এ বসন্ত উৎসব ও মেলা আমরা যেমন সমস্ত অনলাইন বিক্রেতাদের কাছে পেয়েছি তেমনি আমরা ক্রেতাদেরও ভাল সারা পাচ্ছি । সকাল থেকেই মেলাতে অনেক নারীরা ঘুরে দেখছেন ও কিনছেন। বিকালে আরও নারীদের সমাগম ঘটবে এবং স্টল গুলো আশা করছেন ভাল সারা পাবেন। মেলায় ক্রেতা ও বিক্রেতাদের জন্য রয়েছে খাবারের দোকান যা সবাইকে কেনাকাটার পুর্নতা দিবে আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য মেলায় যাতে অবাদ যাতায়াত না ঘটে সে ব্যপারে সার্বিক সহযোগিতা করছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব কতৃপক্ষ এবং ইভেন্ট পার্টনার হিসাবে আছে লগ্ন । মেলায় প্রবেশ ফি ধার্য করা হয়েছে ২০ টাকা।