Sunday, January 19, 2025
Homeপ্রযুক্তি ও বিজ্ঞানISPAB কে নারায়ণগঞ্জ ISP দের স্বারকলিপি প্রদান।

ISPAB কে নারায়ণগঞ্জ ISP দের স্বারকলিপি প্রদান।

বাংলাদেশের ছোট বড় অনেক ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান রয়েছে। এই সেবা দাতারাই ডিজিটাল বাংলাদেশ এর কারিগর। হঠাৎ করেই সারা দেশে শুরু হয়েছে এই সেবাটাকে হুমকির মুখে ফেলতে পায়তারা। তার মধ্যে রয়েছে সমাজের কিছু বখাটে ছেলেদের দোউরাত্ত। অনেক রাজনৈতিক পরিচয়েও সেবা দাতাদের দেয়া হচ্ছে হুমকি ধমকি। যা ডিজিটাল বাংলাদেশ কে অগ্রগতির পথে অন্তরায়।

এ সন্ত্রাসী কার্যকলাপ সুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়। এর বিস্ত্রিতি এখন দেশ ব্যপী। চট্টগ্রামের শহরে হঠাৎ করেই শুরু হয়েছে সন্ত্রাসী কার্যকলাপ যা চট্টগ্রামএর ইন্টারনেট সেবাকে ব্যাহত করছে।

নারায়ণগঞ্জ এ শুরু হয়েছে সেই ২০১৬ সালের অকটোবার থেকেই। এখানে একযোগে জিরো টেক, প্রগতি আইটি সহ অনেকের নেটওয়ার্ক এর যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে তারা জোর করেই অবইধভাবে নতুন সংযোগ স্থাপন করে।

অনেক দিন পর আবার এ চক্রটি সক্রিয় হয়েছে। তারা আন্তরংগ ডটকম, প্রগতি আইটি, আরডিসি অনলাইন ও থ্রি জি পয়েন্ট কে ফোনে ও সরাসরি হুমকি প্রদান করে ফতুল্লা এলাকার নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে। ISP রা রাজি না হওয়ায় তাদের থেকে চাঁদা দাবীকরে যা ISP রা অসম্মতি জানিয়েছেন।

এ বিষয়ে অবগত করার জন্য ফতুল্লা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তথা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে ISPAB এর সভাপতি জনাব আমিনুল হাকিম ও সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক এর উপস্তিতিতে স্বারকলিপি প্রদান করে। ১১ তারিখ পুলিশ সুপার কে চিঠি দিয়ে অবহিত করবেন প্রয়োজনে তার সাথে সশরীরে দেখা করবেন

ISPAB এর সভাপতি সবাইকে সহযোগিতার আস্মাস দেন এবং তিনি BTRC, আইন শৃঙ্খলা বাহিনী তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কে অবগত করবেন এবং প্রয়োজনে তারা নারায়ণগঞ্জএ আসবেন পুলিশ সুপার কে সশরীরে অবহিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আইএসপি সোসাইটির সভাপতি মোঃ শাহজাহান, সেক্রেটারি মোঃ আরিফ হাসান, মুরাদ, রাজিব, মীর বরকত, মোঃ সুজন, কামাল সহ অন্নান্য Isp প্রতিনিধিবৃন্ধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments