Sunday, January 19, 2025
HomeUncategorizedগার্লস অব নারায়ণগঞ্জ এর ফাল্গুন আড্ডা

গার্লস অব নারায়ণগঞ্জ এর ফাল্গুন আড্ডা

নারী উদ্দোগতাদের জনপ্রিয় সংগঠন গার্লস অব নারায়ণগঞ্জ ৩য় বারের মত আয়োজন করেছে ফাল্গুন আড্ডা। এ জনপ্রিয় গ্রুপ ফাল্গুন আড্ডা ছাড়াও নারী সদস্যদের নিয়ে অনেক মেলার আয়োজন করে থাকে।

নারায়ণগঞ্জ এর প্রানকেন্দ্রের হোয়াইট হাউজ চাইনিজ রেস্টুরেন্ট এ আজ বিকাল থেকেই শুরু হয় এই ফাল্গুন আড্ডা। এ সময় নারীরা হলুদ রঙের পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন।

শুরতেই স্বাগত পুরস্কার প্রদান করা হয়। সবাইকে সরবত পান করিয়ে স্বাগত জানান গ্রুপ এডমিন রুবাইয়া জুলকার খান ও তানমুন তাজরিন ।

এ সময় তারা বয়স ভেদে বিভিন্ন খেলার আয়োজন করেন এতে শিশু সহ সকল বয়সের নারীরা অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও একক দইত নৃত্য পরিবেশন করা হয়।

ফাল্গুন আড্ডায় অংশ নেয়া এন্টারপ্রিনারদের প্রতিষ্ঠানগুলো হল প্রগতি বাজার, স্টাইল মি, প্রথমা কালেকশ, ট্রেসার হান্ট, ওএমজি, ফারিন কেক হাউজ, ওমেন্স বিউটি ওয়ার্ল্ড সহ অন্যান্য প্রতিষ্ঠান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments