বাংলাদেশের জনগণের অধিকাংশই জাতীয় সঞ্চয়পত্রের প্রতি কোন আগ্রহ নেই। তারপরও কিছু লোক এই সঞ্চয়পত্র কিনেছেন এখনো কিনছেন। ডিজিটাল বাংলাদেশের বিনির্মানে প্রধানমন্ত্রীর চেষ্টাকে স্বাগত জানিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলিও ডিজিটালাইজেশন কে আলিঙ্গন করে সে অনুযায়ী চলার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু হঠাত করেই সঞ্চয় পত্র কেনার ভাটা পরে যায়।
পোস্ট অফিস থেকে বলছেন আগে একজন ব্যক্তি সাধারণ ডকুমেন্ট দিয়েই এই সঞ্চয় পত্র কিনতে পারতেন কিন্তু এখন অনলাইন করার ফলে সঞ্চয় পত্র বিক্রির উপর পরেছে ভাটা। অনলাইন নিয়মে সঞ্চয় পত্র নিতে একজন গ্রাহককে দিতে হয় ই-টিন, ব্যাংক একাউন্ট ও এন আইডি কার্ড ফটোকপি।
সঞ্চয়পত্র বিক্রতে যাতে ভাটা না পরে সে জন্য রাখতে চাচ্ছেন অনলাইন ও অফলাইন দুই ব্যবস্থাই। তবে ধীরে ধীরে ডিজিটাল করার লক্ষে অনলাইনে শতভাগ হয়ে যাবে।