আজ নারায়ণগঞ্জ এর জনবহুল ও গুরুত্বপুর্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট, ড্রেন, কাল্ভার্ট ও অন্যান্য কাজের উন্নয়ন ও মেরামত সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয় উকিল বাড়ী ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা কার্যালয়ে।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুরের নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল আলম সেন্টু পাশে ছিলেন জনাব মোঃ শপন (আওয়ামীলীগ নেতা), যুবলীগ নেতা জুয়েল সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা কার্যালয়ে চেয়ারম্যান জনাব মনিরুল আলম সেন্টু বলেন এ মেয়াদ কালে কুতুবপুরের সব রাস্তাগুলোকেই আর সি সি ঢালাই এর আওতায় আনা হবে।
কুতুবপুর ইউনিয়ন এর সকল রাস্তাগুলোকে কাচা থেকে পাকাকরন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্ধ সহ স্থানীয় এম পি সাহেবের সহযোগিতায় দ্রুত কাজে হাত দেয়া হবে। তিনি বলেন জাল্কুরি থেকে পাগলা রাস্তা আর সি সি ঢালাই কাজ প্রায় শেষ, টক্কার মাঠ থেকে ব্যাংক কলোনি, পেয়ারাবাগান এর রাস্তার কাজ শেষ, রগুনাথপুর এর রাস্তাটিও উম্মুক্ত করা হয়েছে।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, তাকে যে আশায় কুতুবপুর বাসী নির্বাচিত করেছেন তা তিনি শতভাগ পুরন করার চেষ্টা করবেন। এ জন্য তিনি এলাবাসির সহযোগীতাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।