বহুদিন পর হলেও পাল্টাতে শুরু করেছে নারায়ণগঞ্জ এর যানজট চিত্র। আজ নারায়ণগঞ্জ প্রান কেন্দ্র চাষাড়া, কালির বাজার, ডি আই টি রোড ও নারায়ণগঞ্জ এর গুরুতবপুর্ন রাস্তায় সরেজমিনে সকাল ৯.৩০ এ কোন যানজট লক্ষ করা যায়নি। সর্বত্র ট্রাফিক পুলিশের ছিল পুর্ন নিয়ন্ত্রণ ও পরামর্শ।
লক্ষ করা গেছে আগের মতই মুন্সিগঞ্জগামী লেগুনা গাড়ি কে মাধবীলতা প্লাজার সামনে থেকে যাত্রী উঠা নামার ব্যবস্থা করেছে। সিদ্দিরগঞ্জ, চিটাগং রোড এর গারিগুলা ডন চ্যাম্বার এর সামনে ঘুরিয়ে যাত্রী উঠানামা করার ব্যবস্তা করেছে এবং ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এর ছোট যানবাহন গুলিকে পেট্রোল পাম্প এর সামনেই ঘুড়িয়ে দেয়া হচ্ছে। তাই কোন প্রবেশ পথেই যানজট লক্ষ করা যায়নি।
এ যানজট নিরসনের সমস্ত সুনাম এর হকদার নারায়াঙ্গঞ্জ এর বর্তমান পুলিশ সুপার জনাব হারুন অর রশিদ (বিপিএম) সহ শহরের ব্যক্তিবর্গ। পুলিশ সুপার নারায়ণগঞ্জ এ যোগ দেয়ার পর থেকেই পাল্টাতে শুরু করেছে শহরের চিত্র। তিনি মাদক, জঙ্গি, সন্ত্রাস, পথচারী চলাচলের পুটপাথে অবৈধভাবে বসা হকার ও নারায়ণগঞ্জের যানজট কে চেলেঞ্জ হিসাবে নিয়েছেন।
পুলিশ সপ্তাহে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল এর সাথে এক বৈঠকে নারায়ণগঞ্জ এর পুলিশ সুপার বলেন ডিও লেটার এর বেপারে পুনঃবিবেচনা করার জন্য। যাতে প্রশাসন তার নিজস্ব গতিতে চলতে পারে।