০১-০২-২০১৯
২রা ফেব্রুয়ারি সারা দেশে এক যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস এস সি পরীক্ষা। সেই উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড এর যৌথ উদ্যোগে সকল প্রস্তুতি শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রশ্নপত্র পৌঁছে গেছে।
শিক্ষা মন্ত্রী ডাক্তার দিপু মনি এক বিবৃতিতে বলেন আগের যত অপ্রীতিকর ঘটনা আছে তাকে পিছনে ফেলে আর যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সেই সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সেই লক্ষে আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া কর্মিসহ সকল কে সজাক থাকতে বলা হয়েছে।
আর কোন প্রকার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে সে সব গুজবে কান না দিতে শিক্ষা মন্ত্রী দিপু মনি সকল স্তরের জনগণ কে আহবান করেন। শান্তিপুর্ন ভাবে যেন এ গুরুত্ব পুর্ন পরীক্ষা শেষ করতে সকলের সহযোগিতা আশা করেন।