Wednesday, April 16, 2025
HomeTechnologyBTRC অনুমোদিত ইন্টারনেট অফিসে হামলা ও সংযোগ বিচ্ছিন্ন

BTRC অনুমোদিত ইন্টারনেট অফিসে হামলা ও সংযোগ বিচ্ছিন্ন

আজ পল্লী আইটি-তে একটি ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী খাইরুল দেওয়ান (পিতা: মৃত শাহাবুদ্দিন দেওয়ান) ও তার সহযোগী মোঃ সৈকত (খাইরুল দেওয়ানের শালা) নেতৃত্বে আনুমানিক ৩০-৪০ জনের একটি দল উক্ত প্রতিষ্ঠানে হামলা চালায় ISPAB (Internet Service Providers Association of Bangladesh)-এর একজন সদস্য প্রতিষ্ঠানের নাম, ঠিকানা: বারুয়া গ্রামীণ ব্যাংক মোড়, বারুয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ও BTRC লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী ব্যবসায়ী।

এই সন্ত্রাসীরা পল্লী আইটি অফিসে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও ফাইবার অপটিক কেবল কেটে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটায়। এছাড়াও, কর্মরত কর্মীদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পল্লী আইটি কতৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পল্লী আইটি কতৃপক্ষ বলেন দোষীরা দ্রুত আইনের আওতায় আসে এবং তাদের ব্যবসা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পাশে থাকার এবং আইনগত প্রক্রিয়ায় তাদের সহযোগিতা করার আহবান জানান। এছাড়া, তিনি ISPAB-এর সহযোগিতা কামনা করেছেন

এ সংবাদ লেখা আগ পর্যন্ত অসংখ ইন্টারনেট ব্যবসায়ী খিলখেত থানায় উপস্থিন হন এবং থানার সহযোগিতা ও অপরাধীদের দ্রুত আইনের আওয়তায় আনার জন্য প্রশাসনের সাথে কথা বলে যাচ্ছেন। উল্লেখ্য এ ঘটনার পুর্বে জয়পুর হাতে ইন্টারনেট ব্যবসায়ী বেলাল এর উপর সন্ত্রাসী হামলা হয় এবং গুরুতর আহত হয় এবং সন্ত্রাসী কতৃক মামলার জেরে তাকে জেলে যেতে হয় এবং পরবর্তিতে জামিনে বেড়িয়ে আসেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments