Thursday, April 17, 2025
HomeTechnologyসন্ত্রাসীদের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী নিয়ত

সন্ত্রাসীদের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী নিয়ত

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

মাহমুদুর রহমান জানান, নিহত পথচারীর নাম সুমন (৩৫)। রাত ১১টায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. মারুফ জানান, ‘আজ রাতের দিকে গুলশান পুলিশ প্লাজার সামনের রাস্তা দিয়ে ইন্টারনেট ব্যবসায়ী মো. সুমন মিয়া পায়ে হেঁটে যাওয়ার সময় ৫/৬ জন অজ্ঞাত দুর্বৃত্তরা বুকে, পেটে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায়, ওই ব্যক্তি আর বেঁচে নেই।’

সুমনের নামে গুলশান ও বাড্ডা থানায় পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নিজেদের অন্তর্কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আসামি ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে বলেও জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments