বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল
নারায়নগঞ্জ জেলার বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর ২০২২ দ্বিবার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হল নিজ কার্যালয় সানার পার, সিদ্দিরগঞ্জ মনু মিয়া মার্কেটে। সম্মেলনে বিভিন্ন জেলা ও কেন্দ্র থেকে ডেলিগেট উপস্থিত হন। সম্মেলন এর উদ্ভোদন করেন কবি আলমগীর আহম্মদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা লেবার ফেডারেশন এর সম্মানিত সভাপতি জনাব এডঃ শিরাজুল ইসলাম মিয়া ও সাধারন সম্পাদক জনাব আবু সুফিয়ান এবং প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা লেবার ফেডারশন এর সহ সভাপতি জনাব শাহজাহান প্রধান। কেন্দ্র থেকে আগত বাংলাদেশ লেবার ফেডারেশন চট্রগ্রাম মহানগর নেতা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ রবিউল হক শিমুল
প্রধান অতিথি বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সভাপতি ও আইন বিশেষজ্ঞ জনাব সালাউদ্দিন স্বপন। সভায় প্রধান অতিথি তার মুল্যবান বক্তব্যে বলেন আজকের এ সম্মেলন শুধুই কমিটি নয়। আগামী জানুয়ারিতে শ্রমিক তথা গার্মেন্টস কর্মিদের জন্য অন্যায্য প্রস্তাব আসবে তা প্রতিহত করার জন হাতিয়ার হিসাবে কাজ করবে। আবু সুফিয়ান তার বক্তবে শ্রমিকদের সচেতনতার জন্য আইনের ২৬ ও ২৭ ধারা তুলে ধরেন এবং মালিক শ্রমিকের যে দেনা ও পাওনা তা নিয়ে সকলকে সচেতন ও আইন্যের বাধ্য বাধকতা তুলে ধরেন।
সভায় ফতুল্লা, রুপগঞ্জ, সিদ্দিরগঞ্জ ও সাভার থেকে নেতা কর্মিরা যোগ দেন। এ সময় রুপগঞ্জ থেকে নির্মান শ্রমিক ইউনিয়ন থেকে যোগ দেন অসংখ নেতা কর্মি । সবাই নতুন কমিটিকে সাধুবাদ জানান। বাংলাদেশ বিপ্লবি গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন (BRGWF) এর নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটির সদস্যরা হলেন সভাপতি জনাব আবু সুফিয়ান, সহ সভাপতি জনাব শহিদুল ইসলাম শোভন নীটওয়্যার লিঃ অন্যান্য পদে আছেন শফিউল্লাহ, আবু বক্কর সিদ্দিক, সেলিম মাহবুব, মোঃ কাকন, রনি গাজী, কহিনুর বেগম, শিউলি আক্তার, আলাউদ্দিন মিজানুর রহমান, আসমা আক্তার, সাদিয়া আক্তার সুলতানা, নারগিছ আক্তার, মোঃ আওয়াল, ফারহানা, সফিকুল ইসলাম, সালমা ও সজিব। তারা এ অঞ্চলের বিভিন্ন গার্মেন্টস এ কর্মরত আছেন।