বাংলাদেশের নামকরা টেক প্রোডাক্ট বিক্রেতা প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজির উদ্যোগে নারায়ণগঞ্জ সোনারগাঁও রয়েল রিসোর্টে আয়োজন করা হয় দিন ব্যাপী ট্রেইনিং ও মতবিনিময় কর্মশালা। অনুষ্ঠানের প্রথম পর্বে আন্তর্জাতিক মানের টিপি লিংক পন্যের বিশদ পরিচিতি ও এর রক্ষণাবেক্ষণ নিয়ে নিয়ে আলোচনা ও ভিডিও উপস্থাপন করেন এক্সেল এর টেকনিক্যাল কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান।
উক্ত কর্মশালায় প্রতিষ্ঠানটির পক্ষে মনোয়ারুল ইসলাম সি ডাটার ওএলটি নিয়ে দীর্ঘ বক্তব্য ও ভিডিও উপস্থাপন করেন এবং ডিভাইসটির সার্বিক দিক সবার সামনে তুলে ধরেন। আগামীতে এর বাজার বৃদ্ধির পরিকল্পনাও তিনি তুলে ধরেন।
আগামীতে এক্সেল তার ব্রডব্যান্ড রাউটার গুনগত মান ও গ্রাহক চাহিদার কথা মাথা রেখে মেস রাউটার এর উপর জোর দেন এক্সেল এর সিনিয়র বিপনন কর্মকর্তা জনাব তুলসি কুমার সাহা। তিনি বলেন আইএসপি ও অন্যান্য ডিস্ট্রিবিউটর দের উদ্দেশ্যে বলেন প্রতিটি গ্রাহক তার একটি ইন্টারনেট সংযোগ এর সাথে একটি ফোন ব্যবহার করেন। আর সে ফোনটি যদি হয় আই পি ফোন তাহলে তার দৈনন্দিন জীবন অনেক খরচ কমিয়ে আনা সম্ভব। কারন আইপি থেকে আইপি ফোন কল চার্জ একদন ফ্রি আর সে জন্য এক্সেল নিয়ে এসেছে খুবই সল্প মুল্য থেকে ডিজিটাল ভাল মানের আইপি ফোন। তিনি সিসি ক্যামেরার উপরও গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন এক্সেল টেকনোলোজির বিস্তৃতি বাড়াতে জেলা পর্যায়ে পর্যায়ক্রমে সাপোর্ট টিম ব্যবস্থা করা হচ্ছে। যারা খুব দ্রুতই গ্রাহকের সমস্যায় সরাসরি উপস্থিত হয়ে সেবা দিতে পারেন এবং আজকের এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জেও খুব অল্প সময়ে তারা সাপোর্ট সার্ভিস চালু করবেন বলে আশ্বস্ত করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি ডাটার টেকনিক্যাল কান্ট্রি ডিরেক্টর জনাব মহসিন মিয়া, হেমলেট সাহা সহ এক্সেল বাংলাদেশের অনেক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য দুপুরের খাবার ও বিকালের নাস্তা এবং বর্নাড্য ব্যান্ড সংগীত ও রেফেল ড্র এর মাধ্যমে বিভিন্ন পুরুস্কার এর আয়োজন করা হয়। আগত অতিথিরা সব কিছুই উপভোগ করেন। এ সময় নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত অনেক ইন্টারনেট ব্যবসায়ী ও টেকনিক্যাল পন্য বিক্রেতারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী মীর বরকত, তারিক হাসান তুর্য, মোঃ শাহজাহান, এ বি এম সাজ্জাদ ঢাকা থেকে আগত মোঃ হাসান মুন্না, তারিফ, মামুন , ওমর হাসান শায়র, নরসিংদি থেকে আগত সপন মাহমুদ টেকনিক্যাল ও নেটওয়ার্কিং পন্য বিক্রেতা মোঃ রুবেল সহ অসংখ্য আইটি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।