আজকের নির্বাচনে নারায়ণগঞ্জ এক কেন্দ্রে লক্ষ করা গেছে দুইজন ৩য় লিঙ্গের ভোটারের উপস্থিতি।
ইতিহাস ঐতিহ্য ও রাজনীতির সূতিকাগার খ্যাত নারায়নগঞ্জে চলছে উৎসব মুখর ভোট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২২। আজকের এ নির্বাচন অনেক টাই ভিন্ন। এখানে প্রার্থির রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি পারিবারিক লড়াই ভেসে উঠেছে।
আজকের নির্বাচন ইঙ্গিত করছে উত্তর ও দক্ষিন মেরুর দুই সমীকরণ এর লড়াই। আমাদের কেন্দ্র পরিদর্শনে এখনো অপৃতিকর পরিস্থিতির চোখে পরেনি। তবে বার একাডেমী প্রায় ১০ হাজার এর ভোট কেন্দ্রে প্রথমে স্মার্ট কার্ড ছাড়া ঢুকতে দেয়া হয়নি। পরে প্রিসাইডিং অফিসার এর সাথে কথা বললে তিনি বলে জাতীয় পরিচয় পত্র নাম্বার জানা থাকলেই ভোট দিতে পারবেন।
সকাল ১১ টায় ডাঃ সেলিনা হায়াত আইভি তার ভোট শিশুবাগ স্কুল কেন্দ্রে প্রদান করেছেন এবং এ পর্যন্ত তিনি সন্তোস প্রকাশ করেছেন প্রশাসনের কাজের প্রশংসা করেছেন। অপরদিকে এডঃ তৈমুর আলম খন্দকার মাসদাইরের ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে, তার মেয়ে ও স্ত্রী ভোট দিয়েছেন মাসদাইরের আদর্শ স্কুল কেন্দ্রে। এরপর তিনি ভোট কেন্দ্র ঘুরে দেখেন।