Sunday, January 19, 2025
Homeপ্রযুক্তি ও বিজ্ঞানISPAB নির্বাচন ২০২১ The A Team এর নারায়ণগঞ্জে সভা

ISPAB নির্বাচন ২০২১ The A Team এর নারায়ণগঞ্জে সভা

আসন্ন ISPAB নির্বাচন ২০২১ উপলক্ষে এসোসিয়েট ISP সদস্যদের মনোনীত প্রার্থী THE A TEAM এর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে লা ভিস্তা রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ীদের সাথে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় BTRC লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী ও ভোটারদের সাথে মতবিনিময় হয়।,
উক্ত সভায় উপস্থিত ছিলেন THE A TEAM এর প্রার্থিগন জনাব তারিক হাসান তূর্য ব্যালট নং-০২, শহিদুল ইসলাম রুবেল ব্যালট নং-০৬ নাছির উদ্দিন ব্যালট নং-০৮, মাসুদ রানা জীবন ব্যালট নং-১০। টিম লিডার নাছির উদ্দিন বিগত দিনের ISPAB তে কি কাজ হয়েছে এবং কি কাজ করবেন তার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন আগামীতে পুর্ন প্যানেলে নির্বাচিত হতে পারলে THE A TEAM তার সদস্যদের নিয়ে ব্যবসায়ীক বান্ধব ISPAB গড়ে তুলবেন।


নারায়ণগঞ্জ এর একমাত্র প্রার্থী তারিক হাসান তূর্য বলেন তিনি নতুন হিসাবে নির্বাচিত হতে পারলে, নারায়ণগঞ্জ সহ দেশের সকল ব্যবসায়িদের সংগে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাধে কাধ মিলিয়ে কাজ করবেন। বিগত দিনের অসুম্পর্ন কাজ সম্পন্য করবেন এবং নতুন কোন চ্যালেঞ্জ আসলে তা সকল ISP সদস্যদের নিয়ে মোকাবিলা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সবার কাছে ডিসেম্বর-২০২১- ১১তারিখ সারদিন THE A TEAM এর জন্য ভোট প্রদানে বিনীত অনুরোধ করেন। এ সময় জেনারেল কোটায় TEAM FORWARD এর সদস্যসারাও উপস্থিত হন। তারা THE A TEAM কে সর্বাত্যক সহযোগিতার আশ্বাস দেন। আগামীতে ISP দের কারিগরি সকল সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন। সাবেক সেক্রেটারি জেনারেল ও বর্তমান প্রার্থী ISPAB জনাব এমদাদুল হক তিনি বলেন, জেলা ভিত্তিক সকল প্রকার CDN সার্ভিস(যেমনঃ facebook, google, akami, Netflix, etc) NIX এর মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেন।


আরো উপস্থিত ছিলেন TEAM FORWARD এর আসাদুজ্জামান সুজন, নাজমুল করিম ভুঁইয়া, আনোয়ার আজিম, সিদ্দিকি এবং সাইফ সহ আরো অনেকেই।
স্থনীয় ISP দের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি মোঃ শাহজাহান, সেক্রেটারি এম কে হাসান বিপু, রোমান আহমেদ বাপ্পী ও অন্যান্য। ফতুল্লা থানা আইএসপি সভাপতি, সেক্রেটারি জনাব মাহমুদুল হাসান আরিফ, সুমন সাফায়াত, মীর বরকত, সাজ্জাদ, নাহিদ, সাফায়ত সহ আরো অনেক ভোটার ও লাইসেন্সধারী আইএসপিবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলেই এক যোগে THE A TEAM এর পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments