Sunday, January 19, 2025
Homeজাতীয়বিমানবন্দরের সামনে ভেঙে পড়লো উড়ালসেতুর গার্ডার

বিমানবন্দরের সামনে ভেঙে পড়লো উড়ালসেতুর গার্ডার

শাহজালাল বিমাম বন্দর এর সামনে উড়াল সেতুর গার্ডার ভেঙ্গে ৪ জন আহত হয়। এ গার্ডারটি অন্যটির চাইতে একটু বড়ই। ক্রেনের সাহায্য নিয়ে গার্ডারটি স্থাপনের সময় হঠাত পরে যায়। বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অংশ হিসেবে বিমানবন্দর সংলগ্ন এলাকায় নির্মীয়মান উড়ালসেতুর একটি বিরাটাকায় গার্ডার

গার্ডার হলো স্টিলের তৈরি ফ্রেম বা মোল্ড যার মধ্যে কংক্রিট ঢালাই করে উড়ালসেতুর মূল কাঠামো তৈরি করা হয়। আহতদের মধ্যে দুজন চীনের নাগরিক যারা ওই প্রকল্পে কাজ করছে।

দমকল বিভাগ থেকে জানানো হয়েছে, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলী উপস্থিত মিডিয়াকে জানান ‘সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

দমকলের কর্মীরা জানিয়েছেন, ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে উড়াল সড়কে স্থাপনের কাজ চলছিল। সেই সময় সেটি ছুটে পড়ে যায়। তবে গার্ডারটি রাস্তার ওপরে না পড়ে মূল কাঠামোর ওপরেই ঝুলে থাকতে দেখা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments