Sunday, January 19, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমানারায়ণগঞ্জে ইন্টারনেট এর যন্ত্রপাতি চোর হাতে নাতে ধরা

নারায়ণগঞ্জে ইন্টারনেট এর যন্ত্রপাতি চোর হাতে নাতে ধরা

বামে রিফাত ও ডানে আশিক

বাংলাদেশ যতই ডিজিটাল হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে এক শ্রেনীর অসাধু লোক এই ডিজিটাল উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে উঠে পরে লেগেছে এবং এই ডিজিটাল বাংলাদেশের জয়যাত্রা কে বাধাগ্রস্ত করছে। বিভিন্ন মহল্লার গজে উঠা কিশোর গ্যাং ও মাদক এর সাথে জড়িত এক শ্রেণীর ছেলেরা এ অপরাধের সাথে সরাসরি জড়িত।

আজকে চানমারি শফি ডাক্তার সড়কে BTRC লাইসেন্সধারী এক ISP, S.A Broadband এর মালামাল চুরি হওয়ার সাথে সাথে ভুক্তভোগী বিভিন্ন লোকের সহায়তায় ইন্টারনেট এর মালামাল সহ কিছু চোর কে সনাক্ত করেন এবং তাদের কে বিভিন্ন ভাবে প্রশাসনিক ব্যবস্থার কথা বললে তারা তাদের চুরির কথা স্বীকার করে। কিশোর গ্যাং ও চোর দলের সদস্যদের দুজন যথাক্রমে আশিক ও রিফাদ।

তাদেরকে সামাজিক বিচারের আওতায় এনে বেশ কিছু ইন্টারনেট এর মালামাল সন্ধান ও উপস্থিত করা হয়। তারা উভয়েই ICommunication নামে এক ISP এর রিসেলার মেহেদী এবং আরমানের অধীনে চাকুরিরত আছে। এবং তারা S.A Broadband এর মালামাল এর মুল স্টিকার মুছে তাদের iCom নাম ব্যবহার করেছিল যা সামাজিক বিচারে উপস্থিত করা হয়। চোর আশিক বাবার নাম আকবর রিক্সা চালক তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এবং নানা সময় এমন চুরির সাথে আশিক এর সম্পৃক্ততা লক্ষ করা যায় যা তার সহযোগী রিফাত স্বীকারোক্তি দেয় ।

SA Broadband এর স্টিকার ছিরে ICommunication

আরও একজন ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী শুভ বলেন তারও এর কিছু দিন আগে মডেল গার্মেন্টস এর রোড থেকে প্রায় ৭ টি বক্স থেকে এক যোগে সকল ইন্টারনেট মালামাল নিয়ে যায়।এর আগে ওই এলাকায় তারা আম্বার আইটির ফাইবার চুরির সাথে সম্পৃক্ততা রয়েছে বলেও ধারনা করা হয়। সামাজিক বিচারে নারায়ণগঞ্জ এর প্রায় সকল ইন্টারনেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ এর সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের এর পিতা জনাব মন্ট্যু মিয়া, ব্যবসায়ী মনসুর গন্যমান্য ব্যাক্তি ও অত্র এলাকার ইন্টারনেট ব্যবসায়ী বৃন্দ। সবার উপস্থিতিতে উভয়য়ের অবিভাবক দের সামাজিক অবস্থা বিবেচনায় তাদের অবিভাবক দের হাতে তুলে দেয়া হয় এবং উভয় অবিভাবক ও রিসেলার মেহেদী আস্যশ্ত করেন এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। এ বিষয়ে ICommunication এর মূল অফিসে ফোন করলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য ১৪/১১/১৯ ও ১৬/১১/১৯ তারিখ রাতে ওরা S.A Broadband এর সুইচ, এমসি চুরি করে নিয়ে যায়। বহু খোজ করার পর আশিক ও রিফাত দুজনের কাছ থেকে সব তথ্য নিয়ে আই কমিউনিকেশন এর রিসেলার আরমান ও মেহেদির বক্স থেকে S.A Broadband এর ৩ টা সুইচ ও তাদের অফিস থেকে আরও ৩ টা সুইচ ও এমসি উদ্বার করা হয়।এবং চোর আশিক এটাও স্বীকার করছে জনাব ইস্তু (আমলাপারা) এটার মালিক।এরা প্রতিদিন রাতেই ফাইবার ও সুইচ চুরি করে।

এ ব্যাপারে S.A Broadband এর মালিক জনাব এম এ এস মাসুদ বলেন সর্বোচ্চ সংগঠন আইএসপিএবি কে জানানো হয়েছে এবং বিটিআরসি কে চিঠি ও প্রমান সহ লিখিত অভিযোগ এর প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments