বহু প্রতিক্ষিত ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৫৮ নং ওয়ার্ড এর নির্বাচনি তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ৫৮ নং ওয়ার্ড বিগত সময় ছিল ঢকার পার্শবর্তি একটি জনবহুল শ্যম্পুর ইউনিইয়ন পরিষদ। সিটি কর্পোরেশন এর সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এই ইউনিয়নটি নানা কারণে কর্পোরেশন এর অন্তর্ভুক্ত হয়নি অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শ্যাম্পুর বাসীর নগর জীবনের সকল সুযোগ সুবিধা উপহার দেয়ার জন্য বর্তমান সরকার শ্যাম্পুর ইউনিয়নটিকে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর ৫৮ নং অয়ার্ড হিসাবে অন্তর্ভুক্ত করেন।
এরই মদ্ধ্যে অনেকেই এই ওয়ার্ডে নির্বাচন করতে আগ্রহ দেখিয়েছেন এবং নমিনেশন পেপার সংগ্রহ করে জমাও দিয়েছেন। তাদের মদ্ধে আছে ঢাকা মেট্রোপলিটন এর অন্তর্ভুক্ত কদমতলি থানা আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, থানা আওয়ামীলীগ সম্পাদক রাসেল ইকবাল ও শ্যাম্পুর ইউনিয়ন এর সহসভাপতি ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক বাহক হাজী মোঃ ফজলুর রহমান।
৫৮ নং ওয়ার্ড এ সবার খোজ খবর নিতে গিয়ে এলাকাবাসীর কাছে সবার আগে এগিয়ে আছেন হাজী মোঃ ফজলুর রহমান। এলাকাবাসীর মতে তারা সেই ১৯৯৬ সাল থেকেই ফজলুর রহমান কে তাদের কাছে পেয়েছেন মাঝখানে ২০০১ এ বিএনপি জামাত চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসলে তিনি অনেক জেল জুলুম ও নির্জাতনের স্বীকার হন।
সে সময় খোদ অনেক অসাধু আওয়ামীলীগ এর নেতারাও বিএনপির সাথে হাত মিলিয়ে ফজলুর রহমানের বাড়ী ঘরে আক্রমণ করেন তার পরও তিনি পিছ পা হননি। আওয়ামীলীগ এর সাথে থেকে দলকে সুসংঘটিত করেছেন। ২০০৯ এ আবার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে তিনি আওয়ামীলীগ কে আরও সাংগঠনিক ভাবে শক্তিশালী করে তুলেন। তার নেতৃত্বে থাকা অবস্থায় কোন বিএনপি সহ কোন বিরোধি দলীয় নেতা অন্যায়ভাবে নির্জাতিত হয়নি।
হাজী ফজলুর রহমান এর পরিবার প্রায় ১০০ বছরের ও অধিক সময়ের বেশি ধরে শ্যাম্পুর এ বসবাস। তার পিতা আলহাজ্ব আব্দুল আওয়াল ছিলেন একজন মুক্তিযোদ্ধাদের সেচ্ছাসেবক ও সহজ সরল একজন খেটে খাওয়া কৃষক। জীবনে কখনও কারো সাথে কোনও অন্যায় করেননি। কদমতলি নামা শ্যাম্পুর ছিল একসময় ফুলকপির এক আধিপত্ত এ অঞ্চলের কৃষি সবজি ছিল ঢাকার বিখ্যাত। অনেকেই এক নামে আওয়াল মিয়ার কফি ক্ষেত হিসাবে চিনত সারা ঢাকা শহর। নামা শ্যাম্পুর আজকের যে ঘনবসতি আর রাস্তা ঘাটের ছোঁয়া তা অনেকটা মৃত আলহাজ্ব আব্দুল আওয়াল এর অবদান। তিনি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা সহ অনেক উন্নয়ন কাজ করেছেন এবং সরকার তার অবদান হিসবে তার নামে একটি রাস্তারো নামকরন করে দেন।
বিগত ২০১৮ সালের জনগণের স্বতস্পুর্ত অংশ গ্রহণে আওয়ামীলীগ এর শরিক দল জাতীয় পার্টির মনোনীত প্রার্থিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এলাকাবাসী মনে করেন আওয়ামীলীগ সহ সকল দলের সহযোগিতায় তিনি ৫৮ নং ওয়ার্ড এর নির্বাচনে নির্বাচিত হওয়ার সকল যোগ্যতা রাখেন।
নির্বাচনের ব্যাপারে হাজী মোঃ ফজলুর রহমানের সাথে সাক্ষাত করলে তিনি বলেন যদি নির্বাচন করেন তাহলে শ্যাম্পুর বাসী তথা ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৫৮ নং ওয়ার্ড বাসী তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার এর সহযোগিতায় শ্যাম্পুর এ নিজ উদ্যোগে রাস্থা ঘাট, ড্রেন নির্মান ও মেরামত সহ যথেষ্ঠ উন্নয়ন কাজ করেছেন।
***সময়ের সাথে***(শ্যাম্পুর প্রতিনিধি) ০১-০২-২০১৯