Monday, December 8, 2025
HomeUncategorizedহাইকোর্টের জালে আটকাচ্ছেন এস আলম সিঙ্গাপুরের নাগরিক সেজেও পার পাচ্ছেন

হাইকোর্টের জালে আটকাচ্ছেন এস আলম সিঙ্গাপুরের নাগরিক সেজেও পার পাচ্ছেন

দেশের টাকা লুট করে এখন বিদেশি সাজছেন1

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কেন পদক্ষেপ নেবে না, সেই ব্যাখ্যা চাইতে রুল জারি করা হয়েছে। রুলের জবাব দিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজীউদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ ইসলামী ব্যাংকের করা রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ব্যাংকের আইনজীবী আব্দুল কাইয়ুম বলেন, গত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ ঋণ নিয়ে বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। এরপর তিনি দেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিক হন। ব্যাংকের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া শুরু হলে তিনি আন্তর্জাতিক আদালতে মামলা করেন, যাতে পাচার হওয়া অর্থ ফেরতের উদ্যোগ বাধাগ্রস্ত হয়।

২০২২ সালের ১০ অক্টোবর এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের তিন ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির নিজেদের বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন। একই দিনে তারা বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমোদন পান।

  1. ↩︎
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments