আজ সন্দ্বীপবাসীর জন্য একটি যুগান্তকারী দিন। বাশবাড়িয়া, সীতাকুণ্ড থেকে গুপ্তছড়া, সন্দ্বীপ ফেরী (ট্রায়াল) দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের যোগাযোগের সমস্যা সমাধান হয়েছে, যা সন্দ্বীপবাসীর জন্য একটি বিরাট অর্জন।

এখন শুধু ফেরী পারাপার নয়, দুই পারে ফেরিঘাটগুলো স্পিডবোটসহ সকল জলযানের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, যা সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা করবে।

৬০/৭০ যানবাহন যেতে পারবে এই ফেরী দিয়ে। সমুদ্র উপকূলীয় হওয়ায় অনেক চ্যালেঞ্জ রয়েছিল। যাবতীয় ঠিক ঠাক থাকলে সব কিছু কাটিয়েই ২৪ তারিখেই শুরু হবে এই বহু কাঙ্ক্ষিত ফেরী। উল্লেক্ষ্য সেই বৃটিশ আমল থেকেই এই পথে চলাচল অনেক কষ্ট সাধ্য ছিল। পার গুলো ছিল কর্দমাক্ত। তাই তৈরী করতে হয়েছে নতুন রাসতা ও নির্মান করতে হয়েছে বিশাল পারের বাধ।
সন্দীপের উন্নয়নে এই যোগাযোগ মাধ্যম অবদান রাখবে বলে মনে করছেন সন্দীপ বাসী ও সংশ্লিষ্ট কতৃপক্ষ।