Sunday, January 19, 2025
Homeজাতীয়শ্যামপুর আওয়ামীলীগ নেতা হাজী মোঃ ফজলুর রহমান এর স্ত্রীর মৃত্যু

শ্যামপুর আওয়ামীলীগ নেতা হাজী মোঃ ফজলুর রহমান এর স্ত্রীর মৃত্যু

আজ রাত ১২.১৫ ঘটিকায় (২৪-০৫-২০২০) শ্যামপুর আওয়ামীলীগ নেতা জনাব হাজী মোঃ ফজলুর রহমান এর সহধর্মিনী ময়না রহমান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নীজ বাসবভনে ইন্তেকাল করেন। তিনি মৃত্যু কালে ২ ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান।


তিনি ছিলেন জনাব হাজী ফজলুর রহমান এর রাজনৈতিক সহযোদ্ধা। ২০০১ আওয়ামী রাজনৈতিক পট পরিবর্তনে পর ময়না রহমান হাজী ফজলুর রহমান এর ফেরারী জীবনের এক আগ্রগামি সহযোগী ছিলেন। অনেক জেল জুলুম যখন ফাইলের ইস্তুপ হয়ে গিয়েছিল তখনও স্ত্রী হিসাবে সাহস জুগিয়েছিলেন কখনো আওয়ামীলীগ থেকে মুখ ফিরিয়ে নিতেন না। আরও কিভাবে সকৃয় আওয়ামীলীগ কর্মি হওয়া যায় সেই সাহস দিতেন।

গত সংসদ ও ঢাকা দক্ষিন সিটি নির্বাচনে তার নারী হিসাবে সামনে থেকে ভোটারের বাড়ী বাড়ী দাবড়িয়ে বেড়িয়েছেন। এবং অবশেষে সফলতাও পেয়েছেন।

তার মৃত্যুতে ঢাকা ৪ এর সাবেক সাংসদ আওয়ামীলীগ নেত্রী সানজীদা খানম এক শোক বার্তায় বলেন, ময়না বেগম শ্যামপুরের জন্য অপূরণীয় ক্ষতি। যখনই তিনি নামা শ্যামপুর এলাকায় যেতেন তিনি ময়না রহমান কে পাশে পেয়েছেন। কর্মি বান্ধব এ নারী সকল নির্বাচনে ঐ এলাকায় যাবতীয় আপ্যায়ন ময়না রহমান এর মাধ্যমেই সম্পাদন হত। সানজীদা খানম ময়না রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ঢাকা দক্ষিন সিটি ৫৮ নং ওয়ার্ড কমিশনার সাইজুল ইসলাম বলেন। গত নির্বাচনে ফজলুর রহমান এর পরিবার যে নিঃসার্থ শ্রম দিয়েছেন তা ভুলার মত না।

তাতী লীগের এক নেতা জনাব সাইদুর রহমান বলেন তারা শ্যামপুর এর যখনই কোন নির্বাচন আসত জনাব ফজলুর রহমানের বাসায় সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা হত এবং ময়না রহমান তাদের সর্বদাই সাহস দিতেন এবং যাবতীয় আপ্যায়নের ধকল সামলাতেন। সাইদুর রহমান ময়না রহমান এর আত্মার মাগফিরাত কামনা করেন।

ময়না রহমান এর অকাল মৃত্যুতে শ্যামপুর বাসী গভীর শোকে শোকাহত। ময়না রহমান এর দাফন জুরাইন কবরস্থানে হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments