নারায়নগঞ্জ আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ জনাব এ কে এম শামীম ওসমান এর অন্যতম রাজনৈতিক সহযোগী এস এম সায়েম মিঠু গুরুতর অসুস্থ হয়ে আমেরিকার রাজধানী নিউইয়র্কে লংআইলেন সিটির এস্টোরিয়ার মাউনসিনা হসপিটালে গত দুইদিন আগে কিডনির জটিল রোগ নিয়ে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
তার আশু রোগ মুক্তির জন্য চানমারী মহব্বত আলী শাহী জামে মসজিদে দোওয়া ও মোনাজাত করা হয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু আব্দুস সাত্তার বাবু ও অন্যান্য দের উদ্দোগে। বাদ জুমা মসজিদের ইমাম সাহেব সকল মুসুল্লিদের নিয়ে এস এম সায়েম মিঠুর রোগ মুক্তির জন্য দোয়া ও তার সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসার দোয়া করেন।
এস এম সায়েম মিঠু ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের বাদল হেলাল পরিষদের নির্বাচিত সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকছিলেন।
উল্লেখ্য সাংসদ শামীম ওসমান প্রথমবার জয় পেয়ে যথেষ্ট উন্নয়ন করেন এবং এস এম সায়েম মিঠু সহ সকলেই তাকে সহযোগিতা করেন। ৯৬-২০০১ পর্যন্ত সর্বত্র ছিল মিঠুর বিচরন।
২০০১ এর পর আওয়ামীলীগ সরকারের বিদায়ের পর তিনি নানা হামলা মামলার স্বীকার হয়ে বিদেশ পারি জমান। তারপর দল ক্ষমতায় আসলেও তিনি আর দেশে ফিরেননি।