স্বাধীনতার আগে পাকিস্তান আমলে ১৯৬৫ সাল পর্যন্ত যশোর অঞ্চল থেকে কলকাতার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ ছিলো। পরে ২০১৭ সালে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চালু হলেও যশোরে কোনো স্টপেজ ছিল না। এখন প্রতি বৃহস্পতিবার যশোর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি।
এ সময় যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুস সাত্তার, বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির সভাপতি মতিয়ার রহমান মতি, যশোর রেল স্টেশন মাস্টার পুষ্পল কুমার চক্রবর্তী ও যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
দীর্ঘ ৫৪ বছর পর খুলনা থেকে কলকাতা যাওয়ার এক্সপ্রেস ট্রেন আবার যাত্রা শুরু করেছে। ‘বন্ধন’ নামে ট্রেনটি ৩১ জন যাত্রী নিয়ে যশোর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি বৃহস্পতিবার বিকেল ৩টা ৫মিনিটে যশোর স্টেশন থেকে রওনা হয়।
সপ্তাহে অন্তত তিনদিন এ ট্রেনটি চালু রাখার দাবি জানিয়ে যাত্রীরা বলেন, ‘বেনাপোল বন্দরের ভোগান্তির আজ থেকে অবসান হলো। যানজট ছাড়া নির্বিঘ্নে যেতে পারায় আমরা খুশি। তবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বন্ধনের এসি চেয়ার ভাড়া ১৫০০ টাকা ও এসি কেবিন ২০০০ টাকা। ট্রেনটিতে যশোর স্টেশনের জন্য ২০০ সিট নির্ধারণ করা হয়েছে।