ইতিমধ্যে ১৭/৩/২০২৫ইং তারিখে ডিসি অফিসে ঈদ পুর্ব শ্রম বিষয়ক এক সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিয়া সবার উদ্দেশে বলেন একটি সুখবর তা হল মেট্রো রেলের আদলে চালু হচ্ছে নারায়নগঞ্জ কমিউটার ট্রেন।
চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় মেট্রোরেলের আদলে ২০টি কোচ তৈরি করা হয়েছে—যা সংযুক্ত করা হবে নারায়ণগঞ্জ ও ভৈরবগামী কমিউটার ট্রেনে। রেলওয়ের পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেন, কমিউটার ট্রেনে যুক্ত করা হবে কোচগুলো। প্রতিটি কোচে ৬০ জনের মতো বসতে পারবেন। আরও ৫০-৬০ জন দাঁড়াতে পারবেন

আগের আসনগুলো সরিয়ে দুপাশে নতুন আসন বসানো হয়েছে। পুরাতন কোচগুলো মেরামত করে মেট্রোরেলের আদলে রূপান্তর করা হয়েছে। কোচের ফ্লোরে ম্যাট বসিয়ে আরাম দায়ক করা হয়েছে, যাত্রী সেবায় লাইট ও ফ্যান সংযুক্ত করা হয়েছে। দাঁড়িয়ে যাত্রার সুবিধায় স্ট্যান্ড ও পিলার স্থাপন করা হয়েছে। সময়ের সাথে প্রতিনিধিকে তিনি জানান, কোচ গুলো সংস্কার ও রূপান্তরে ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
উল্লেখ্য এর আগে, রেলওয়ের পশ্চিমাঞ্চলের ‘ঢালারচর এক্সপ্রেস’ ও ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে একটি করে মেট্রোস্টাইল কোচ যুক্ত করা হয়। পূর্বাঞ্চলে জামালপুরগামী দুটি ট্রেনেও এ ধরনের কোচ সংযুক্ত করা হয়। এরপর সৈয়দপুর ওয়ার্কশপে আরও পাঁচটি কোচ প্রস্তুত করা হয়—যা গত ডিসেম্বরে চালু হওয়া জয়দেবপুর কমিউটার ট্রেনে যুক্ত করা হয়েছে।