Sunday, January 19, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাবয়লার মিস্ত্রি জসিম এর চুরি অপকর্ম

বয়লার মিস্ত্রি জসিম এর চুরি অপকর্ম

বয়লার মিস্ত্রিজসিম

কুতুবাইল হোসেন টেক্সটাইল এ কর্মরত বয়লার মিস্ত্রি ও একসময়কার কন্ট্রাক্টর জসিম (চট্রগ্রাম) তার হীন উদ্দেশ্য হাসিলের জন্য প্রতিনিয়ত তার নেশার জোগান দিতে দিনের পর দিন চুরি অপকর্ম চালিয়েছে।

জসিম একসময় বিভিন্ন মিল কারখানায় ছোট বড় বয়লার স্থাপন ও মেরামতের দায়ীত্য পালন করেছে। জসিম দীর্ঘ ২৫ বছরের অধিক সময় কাজ করলেও তার ব্যক্তি সভাব পরিবর্তন করতে পারেনি। সর্বত্রই সে কোন না কোন অপকর্ম করে বিতারিত হয়েছে।

বিভিন্ন সুত্রে জানা যায় তার ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক। তার পারিবারিক বিচ্ছেদের অন্যতম কারন তার নেশার প্রতি আসক্ত। এ নেশায় অনেকেই সর্বশ্য হারিয়েছে জসিম ও সেই একই পথের স্বীকার।

আজ বিকালে জসিম কুতুবাইলের হোসেন টেক্সটাইল এ বয়লার এর সরঞ্জাম ও একটা মোবাইল ফোন চুরি করে দ্রুত নীজ ভাড়া বাসায় লুকিয়ে রাখে। যাহা হোসেন টেক্সটাইল এর সিসি টিভি ফুটেজ এ সংরক্ষিত আছে।

হোসেন টেক্সটাইল এর কর্নধার জনাব আক্তার হোসেন বলেন, জসিম যেন আর কোন এমন হেয় ও জঘন্য কাজ না করতে পারে তাই সকল ব্যবসায়ীদের সতর্ক থাকার আহবান জানান। এবং চাকরিতে নিয়োগ এর পুর্বে জসিম সম্ভন্ধে ভাল খোজ নিয়ে যেন নিয়োগ দেয়।

হোসেন টেক্সটাইল এর কর্মকর্তাদের সহোযোগিতায় জসিম মিস্ত্রির বাসা থেকে মালামাল উদ্ধার করা হয়।
কিছু উত্তম মাধ্যম দিয়ে চাকরি থেকে অব্যহতি দেয়া ও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

স্টাফ রিপোর্টার
সময়ের সাথে
www.somoyersathe.news

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments