Sunday, January 19, 2025
HomeFashionব্লাস্ট এর আইনি তথ্য প্রাপ্তিতে ডিজিটাল অ্যাপ বিষয়ক ওরিয়েন্টেশন

ব্লাস্ট এর আইনি তথ্য প্রাপ্তিতে ডিজিটাল অ্যাপ বিষয়ক ওরিয়েন্টেশন

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (BLAST) আয়োজিত গার্মেন্টস শ্রমিকদের আইনি তথ্য প্রাপ্তিতে ডিজিটাল অ্যাপ (শ্রমিক জিজ্ঞাসা)ব্যবহার বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন হল নারায়ণগঞ্জ জেলার চাষারা গোল্ডেন ইরা রেস্টুরেন্টে। কর্মশালায় অ্যাপ নিয়ে সুচনা বক্তব্য রাখেন সিনিয়র অডিটরিচ অফিসার মোঃ আমানুল্লাহ তিনি অ্যাপটির গুরুত্ব ও বিস্তারিত বর্নানা করেন। অ্যাপটিতে রয়েছে আইনি সেবা, একজন শ্রমিকের নানাবিধ অধিকার পাওনা যাহা এ অ্যাপ এর মাধ্যমে তার বিগত তিন মাসের বেতন বসিয়ে দিলেই তার পাওনা দেখতে পারবে। তিনি বলেন শ্রমিক দের একটি ট্রেড ইউনিয়নের কাজ হল মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখা যাতে শ্রমিকের চাহিদা ও দাবিগুলো সহজেই আদায় করা সম্ভব হয়।

কর্ম ক্ষেত্রে নানারকম হয়রানির প্রতিকার ও পরামর্শের জন্য এ অ্যাপটি খুবই কার্যকর। ব্লাস্ট শ্রমিকদের বিষয় ছাড়াও বাস্তব জীবনে চলার পথে নানা আইনি জটিলতা থাকে সেসবের পরামর্শ দিয়ে থাক। গোগল প্লে স্টোর থেকে শ্রমিক জিজ্ঞাসা ডাউনলোড করেই বিস্তারিত জানতে পারবেন এটি অফলাইন ও অনলাইন দুভাবেই ব্যবহার করা সম্ভব যেখাআ একটি টাকাও খরচ হবে না একজন শ্রমিকের। তিনি বলেন শ্রমিক ছাড়াও সকল পেশার মানুষ এ অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

শ্রমিকের অধিকার ও নানাধরনের নির্যাতনের ধরন তুলে ধরে প্রেজেন্টেশন প্রদান করেন হাবিবা আক্তার। তিনি বলেন একজন নারি কর্মক্ষেত্রে নানাবিধ নির্যাতনের স্বীকার হয়ে থাকে। উর্ধতনের ফ্যাক্টরির ভিতরে বাহিরে যেগুলা ট্রেড ইউনিয়ন এর মাধ্যমে আরও জোরালো ভাবে। তুলে ধরা এবং রোধ কল্পে সবাইকে এগিয়ে আশা। কর্মক্ষেত্রে সামাজিক নিরাপত্তা ৪০% এর অধিক নারি হলে সেখানে শিশু সেবার নিশ্চিত, খাবার যায়গা পানি ও বিস্রামের ব্যবস্থা এবং অধিক ৫০০ শ্রমিক এর অধিক হলে সেখানে শ্রমিক কল্যান অফিসার, স্থায়ী চিকিৎসক ব্যবস্থা ইত্যাদি সুবিধা নিশ্চিতে বিষদ আলোচনা করেন ।

উল্লেখ্য ১৯৯৩ সাল থেকেই BLAST তার কার্যক্রম পরিচালনা করে আসছে শ্রমিকদের নিয়ে রয়েছে তাদের দীর্ঘ অভিজ্ঞতা। ওরিয়েন্টেশন শেষে সবাইকে দুপুরের খাবার ও একটি করে সম্মানী খাম বিতরণ করা হয়। । নারায়ণগঞ্জে এ কাজে তাদের দির্ঘদিন সহযোগিতা করে আসছে বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সাধারন সম্পাদক আবু সুফিয়ান এবং গার্মেটস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সভাপতি নারায়ণগঞ্জ জেলা এম এ শাহিন। সঞ্চালক হাবিবা আক্তার উভয়ের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শ্রমিকদের এমন কর্মশালা আসলে তাদের আরও সহযোগিতা কামনা করেন। এ কর্মশালায় অংশ নেন জেসমিন শ্রমিক জাগরন মঞ্চ সাধারন সম্পাদক কেন্দ্রিয় কমিটি, মোসাঃ কুলসুম বাংলাদেশ লেবার ফেডারেশন কার্যকরি সদস্য, মাহবুব (BRGWF), বিমল কান্তিদাস সাধারন সম্পাদক টি ইউ সি, মুস্তাকিন জিটিইউসি, মোঃ ইউসুফ সাধারন সম্পাদক (BRGWF), অঞ্জন দাস গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রিয় সহ সভা প্রধান, রনি শেখ দপ্তর সম্পাদক গার্মেন্ট শ্রমিক সংহতি, জুয়েল মিয়া, শ্রমিক জাগরন মঞ্চ, মোঃ শাহজাহান প্রধান সভাপতি বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments