Wednesday, April 16, 2025
Homeজাতীয়জেলা পরিক্রমাবাদল প্রধানের নেতৃত্বে শত শত মানুষ ফতুল্লার জনসভায় মুখরিত

বাদল প্রধানের নেতৃত্বে শত শত মানুষ ফতুল্লার জনসভায় মুখরিত

নারায়ণগঞ্জ শ্রমিক রাজনীতির অন্যতম পু্রোধা প্রয়াত নেতা মরহুম বাবুল প্রধান এর উত্তরসূরি ও ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানের নেতৃত্বে শত শত মানুষ ফতুল্লা বি এন পি আয়োজিত জনসমাবেশে যোগ দিতে মিছিলে অংশ নেন। এ সময় সকল নেতা কর্মি মাথায় লাল ক্যাপ ও হাতে প্লে কার্ড ও বি এন পি জাতীয় নেতাদের ফেস্টুন নিয়ে মিছিল করেন। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ বাদল প্রধানের মিছিল কে সাধুবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।

দীর্ঘ ১৭ বছর পর বি এন পি আয়োজিত এবারেই প্রথম এত বড় জনসমাবেশ ফতুল্লা ঐতিহাসিক ডি আই টি মাঠে অনুষ্ঠিত হয়। বিগত সরকারের দমন পীড়নের কারনে এত বড় জনসভা আর হয়ে উঠেনি। শেষবার বেগম খালেদা জিয়াও এ মাঠে জনসভা করে গেছেন। তাই ফতুল্লা ডি আই টি মাঠ ঐতিহাসিক ভাবেই গুরুত্ব বহন করে।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বি এন পির বর্তমান আহবায়ক কমিটির প্রধান অধ্যাপক মামুন মাহমুদ, মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বি এন পি সভাপতি শহিদুল ইসলাম টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফতুল্লার কৃতি সন্তান তারুন্যের অহংকার রিয়াদ মোহাম্মদ চৌধুরী। যার অক্লান্ত পরিশ্রম ও সার্বিক তত্ত্বাবধায়নে আজকের এত বড় সমাবেশ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments