নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ লেবার ফেডারেশন এর যুব কমিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সানারপার কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে।

সম্মেলনে বাংলাদেশ লেবার ফেডারেশন এর কেন্দ্রীয় যুব কমিটির সভাপতি জনাব সিফাত চৌধুরী পুর্নাংগ কমিটি ঘোষণার পুর্বে তার বক্তব্যে বলেন আজকের যুবরাই আগামী দিনের বি এল এফ এর নেতৃত্ব দিবেন এবং তিনি আশা করেন আগামীতে বি এল এফ যুব কমিটি যথেষ্ট গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে বলে মনে করেন। মোঃ রতন হোসেন কে সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ এর নাম প্রস্তাব করেন। খুব শিঘ্রই পুর্নাংগ কমিটি কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন পেয়ে যাবেন বলে বিশ্বাস করেন।

আজকের যুব কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ৫ বারের নির্বাচিত সাংসদ জনাব শাহ মোঃ আবু জাফর বিশেষ অথিতি বাংলাদেশ ব্যাংক সিবিএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ লেবার ফেদারেশন এর সাধারন সম্পাদক বাংলাদেশ শ্রম কমিশনের সম্মানিত সদস্য আন্তর্জাতিক বক্তা জনাব শাকিল আক্তার চৌধুরী। এডভোকেট শিরাজুল ইসলাম মিয়া সভাপতি নারায়নগঞ্জ জেলা

বিএলএফ,নারায়নগঞ্জ জেলার কার্যকরি সভাপতি মোঃ শাহজাহান প্রধান, বিপ্লবী নেতা বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়নগঞ্জ জেলা সাধারন সম্পাদক জনাব আবু সুফিয়ান। কেন্দ্রীয় নারি কমিটির সভাপতি আজিজুন্নাহার, ফাতেমা আক্তার (সাধারন সম্পাদক), আসমা আক্তার নারি কমিটি সাধারন সম্পাদক, নারায়নগঞ্জ জেলা। আম্বার বোর্ড মিলের শ্রমিক কর্মচারি ইউনিয়ন এর সভাপতি হুমায়ুন কবির মোল্লা ও মোখলেসুর রহমান।
মোঃ শাহজাহান প্রধান তার বকৃতায় বলেন শ্রমিক কখন রাস্তায় নামে যখন তার বেতন সঠিক সময়ে পায় না। বকেয়া বেতনের জন্য মিল গেটে দিনের পর দিন দারিয়েও পাত্তা পায় না। তখনি শ্রমিক রাস্তায় নামতে বাধ্য হয়। তাই তিনি নেতৃবৃন্দের কাছে আবেদন করেন আগামী ঈদের আগেই যেন সকল শ্রমিকের সঠিক পাওনা সময় মত মালিক পক্ষ পরিশোধ করেন।
পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আম্বার বোর্ড মিলের শ্রমিক কর্মচারি ইউনিয় এর সাধারন সম্পাদক এবং বি এল এফ সাংগঠনিক সম্পাদক নারায়নগঞ্জ জেলা নেতা জনাব মোঃ ইউসুফ।