Sunday, January 19, 2025
HomeUncategorizedবাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ৭ উইকেটে জয়ী

বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ৭ উইকেটে জয়ী

মুশফিক এর ৬০(৪৩) রানের উপর ভর করে বাংলাদেশ ক্রিকেট দল ৭ উইকেট ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে জয় পেল। বাংলাদেশ ১৫৪/৩ মুশফিক-৬০(৪৩) । ইন্ডিয়া ১৫৩/৬। বাংলাদেশ দল ৩ বল বাকী থাকতেই জয় ছিনিয়ে আনে।

এমন ঘোলাটে পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রতিপক্ষ আবার মহাশক্তিধর ভারত। ঘরের মাঠে যারা প্রায় অপরাজেয়। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় টি ২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এই সংস্করণের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা।

অন্যদিকে সাকিবের নিষেধাজ্ঞায় টি ২০তে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার গুরুভার চেপেছিল মাহমুদউল্লাহর কাঁধে। সাকিব ও তামিমের অনুপস্থিতিতে স্বাগতিকদের বিপক্ষে মাহমুদউল্লাহর দলকে নিয়ে বাজি ধরার লোক খুব খুঁজে পাওয়া যায়নি। ইতিহাসও প্রতিকূলে। ভারতের বিপক্ষে আগের আটটি টি ২০ ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ। তবে এসব নিয়ে একেবারেই ভাবেনি মুশফিকরা এর প্রমান তারা আজ জয়ের মাধ্যমে প্রমান করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments