ফতুল্লা থানা ISP সোসাইটির পক্ষ থেকে গ্রাহক, ব্যবসায়ী ও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কমিটি।
ফতুল্লা থানা ISP সোসাইটির উপদেষ্টা জনাব মীর সোহেল আলী তার এক বানীতে বলেন, আমি এ সংগঠনের জন্মলগ্ন থেকেই আছি। তারা তাদের নিয়ম শৃংখলার মধ্যে দিয়ে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রোজার মাস যেভাবে আমরা সংযম পালন করি সেভাবে সারা বছর চালিয়ে যাওয়ার আহবান জানান এবং ব্যবসায়ী, গ্রাহক ও সুভানুদ্যায়ীদের ঈদের শুভেচ্ছা জানান ও সকলের সুখ সমৃদ্ধি কামনা করেন।
সভাপতি মোঃ শাহজাহান তার এক শুভেচ্ছা বার্তায় বলেন সংযমের ৩০ দিনের সিয়াম সাধনার মধ্য দিয়ে মুসলিম উম্মা যে ধৈর্যের পরিচয় দিয়েছে তা বাস্তব জীবনেও যেন এর প্রতিফলন ঘটে তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সকলের মংগল কামনা করেন। ISP উন্নয়নে সরকার, বিটিআরসি ও ISPAB এর ভূয়সী প্রসংশা করেন।
FTIS সফল সেক্রেটারি জনাব আরিফ হাসান তার এক শুভেচ্ছা বার্তায় বলেন, আমাদের এ ISP সোসাইটি দীর্ঘ দিনের তীল তীল করে গড়ে উঠা সংগঠন। এখানে সিয়াম সাধনার মত আমাদের সংযমের পরিচয় দিয়ে থাকি। আমাদের বিভিন্ন সময় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আমাদের আজকের এই FTIS। আমরা এই ঈদ সকলের সাথে ভাগাভাগি ও সম্প্রীতির মাধ্যমে পালনে বদ্ধ পরিকর।
সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ জনাব মীর বরকত, মোঃ নাহিদ, মোঃ মুরাদ, এ বি এম সাজ্জাদ, রাজিব হোসেন, রাসেল মুসা, সজল বীন ইবু, মোঃ শাহীন, ও সুজন সহ সকল সদস্যদের পক্ষে গ্রাহক, ব্যবসায়ী ও ISP সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল ফিতেরের শুভেচ্ছা জানান। আমাদের সেবার মান ও সকলের সাথে সকলের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি সহ সকল স্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান করেন সর্বোপরি বাংলাদেশের মংগল কামনা করেন। আগামীতে আমাদের ঐক্য অটুট থাকার শুভ কামনা করেন।