নিরাপদ খাদ্য আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানব বন্ধন শুরু হয় ফতুল্লা মডেল থানার সামনে ২৬শে ফেব্রুয়ারী সকাল ১০ টায়। এ মানব বন্ধন এ অংশ নেয় ফতুল্লা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। বিভিন্ন সংগঠনের বেনারে আজকে অংশ নেন। মুসলিম নগর অনলাইন, ফতুল্লা মডেল প্রেস ক্লাব, শ্রমজীবী সমবায় সমিতি, ফতুল্লা প্রেস ক্লাব, রিদয় এঁর নেতৃত্তে আব্দুল গফুর ফাউন্ডেশন সহ অনেক সামাজিক সংগঠন।
স্বাগত বক্তব্যে ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব খোকা এ মানব বন্ধনকে পুজি করে আমরা যেন এর সফলতা পেতে পারি সে বিষয়ে সবাইকে সহযোগিতায় এগিয়ে আশার আহবান জানান। উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলহাজ্ব শাহ মোঃ মনজুর কাদের (পিপিএম), ফতুল্লা থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম শওকত আলী, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা জনাব মীর সোহেল আলী, শাহ ফতেউল্লাহ মাদ্রাসার শিক্ষক বৃন্দ ইন্টারনেট সেবাদাতাদের প্রতিনিধি সহ ফতুল্লার সকল সাংবাদিক নেতৃবৃন্দ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহ মোঃ মনজুর কাদের তার বক্তব্যের শুরুতে আয়োজক দের ধন্যবাদ জানান, তিনি বলেন এ মানব বন্ধন এর পর আর কেউ যেন খাদ্যে ভেজাল না করেন তার প্রতি কড়া হুশিয়ারি উচ্চারন করেন এবং তিনি তার অতিত অভিজ্ঞতা থেকে বলেন তিনি নারায়ণগঞ্জ সদর থানার দায়িত্বে থাকাকালীন নিজ খরছে ফরমালিন মুক্ত মাছ সনাক্তের মেশিন কিনে অভিযান চালান যা ভেজাল বিরোধীরা অনেক টাই সচেতন হয়েছিলেন। ফতুল্লাতেও এর ব্যত্যয় ঘটবে না।
ফতুল্লা যুবলীগ নেতা বলেন, আমরা আমাদের শিশুদের আজ ফল খাওয়ানোর কথা ভাবতেই পারছিনা কারণ প্রতিনিয়ত যেভাবে ভেজাল শনাক্ত হচ্ছে এবং নানা সময় শিশুদের অসুস্থতার কথা খবরে পাওয়া যায় তা নিয়ে আমি বাবা হিসাবেও শঙ্কিত। তাই তিনি এ ভেজাল বিরোধী অভিযানে আছেন থাকবেন ও তার সর্বাত্যক সহযোগীটা থাকবে বলে জানান।
সাংবাদিক নেতা রুহুল আমিন তার জোড়াল বক্তব্যে বলেন আমরা আসলে ক্যানসার হাসপাতাল করছি কিন্তু এর নিরাময় নিয়ে সামান্যই কাজ করছি। একজন সাধারণ দোকানদার এটা করেন না করেন কৃষক এর জমিতে করেন মজুদদার সহ গোঁরা থেকেই। তিনি দেশের রাজনৈতিক , প্রশাসনিক ও সমাজপতিদের প্রটি আহবান জানান যেন এ প্রতিরোধ করাতেই করা হয়। ঘরে ময়লা পরবে বলে বার বার মুছা সম্ভন না তাই যে হাঁটবে তার পায়েই মোজা পরিয়ে দিতে হবে বলে তিনি উদাহরণ দেন।