ইউনাইটেড আইসিটি ফোরাম (ইউআইএফ)এর যাত্রা শুরু করলো। গুলশান ক্লাব ঢাকায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে ১৩ই মার্চ বৃহস্পতিবার এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রযুক্তি ও এআই যেকোনও দেশের ভবিষ্যত। বাংলাদেশেরও ভব্যিষ্যত এটা। এগুলো আরও শক্তিশালী করতে হবে। তিনি উল্লেখ করেন, বিগত দিনে এই খাতে কয়েকটি কোম্পানি একচেটিয়া ব্যবসায় করেছে। খাতটিকে দুর্নীতির আখড়া বানিয়েছে। এটার এখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আপনারা আইসিটি খাতকে রাজনীতিকীকরণ করবেন না। আমাদের পক্ষ থেকেও এই খাতকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য নেই।
তিনি রেগুলেটরির বিষয়ে বলেন আমাদের সমস্যা হলো আমাদের সরকার ফ্যাসিলেটরের চেয়ে রেগুলেটর হয়ে বসে থাকে। তাই আমি নিশ্চিত করে বলতে পারি, ‘উই উইল গো ফর সিরিয়াস ডিরেগুলেইজেশন অ্যান্ড লিবারাইজেশন ইন আইসিটি সেক্টর।
ইউআইএফ-এর আহ্বায়ক ও প্রধান সংগঠক ফয়সল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কাউন্সিল ফর কমিউনিকেশন্স অ্যান্ড আইটি’র চেয়ারম্যান শাফকাত হায়দার চৌধুরী, বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি, আইজিডাব্লিউ অপারেটর্স ফোরামের (আইওএফ) চেয়ারম্যান আসিফ রাব্বানি প্রমুখ বক্তব্য রাখেন।